আবদুর রউফ আশরাফ
উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উফশী আউশ আবাদের প্রতি আগ্রহী করে তুলতে এবং উৎপাদন বৃদ্ধি লক্ষ্য করে বানিয়াচংয়ে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় বানিয়াচং উপজেলা পরিষদ চত্বরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আয়োজিত এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম সাথী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইসমাইল রহমান এবং বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকরা উপস্থিত ছিলেন।
জানা যায়, উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে ৮টি ইউনিয়নে আউশ আবাদের উপযোগী এলাকা চিহ্নিত করে মোট ৫০০ জন কৃষকের মাঝে ৫ কেজি উন্নতমানের আউশ ধানের বীজ, ১০ কেজি এমওপি সার ও ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়।
প্রণোদনা হিসেবে পাওয়া এসব কৃষি উপকরণ কৃষকদের উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এমএইচ/