রাজধানীর বারিধারার জামিয়া মাদানিয়ার দীর্ঘকালের শায়খুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক সম্প্রতি প্রতিষ্ঠানটি থেকে বিদায় নিয়েছেন। তাঁর এই বিদায় ঘিরে চলছে নানা আলোচনা-সমালোচনা। এর মধ্যেই রাজধানীর বেশ কয়েকটি মাদরাসায় তাঁর শায়খুল হাদিস পদে অধিষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে। এবার রাজধানীর ঐতিহ্যবাহী জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদের শায়খুল হাদিস পদও অলঙ্কৃত করলেন প্রবীণ এই আলেম।
সোমবার (১৪ এপ্রিল) আরজাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া আওয়ার ইসলামকে এই তথ্য নিশ্চিত করেন।
মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া জানান, আরজাবাদ মাদরাসার শায়খুল হাদিস পদে দীর্ঘদিন ধরে মুফতি তাজুল ইসলাম রয়েছেন। তিনি এখন অনেকটা অসুস্থ। মাওলানা উবায়দুল্লাহ ফারুকও শায়খুল হাদিসের দায়িত্ব পেয়েছেন। তাঁরা দুজনই বুখারি শরিফের দরস দেবেন।
এর আগে বারিধারা মাদরাসা থেকে বিদায়ের পর দেশের প্রবীণ শায়খুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক রাজধানীর উত্তরার জামিয়াতুন নুর আল-কাসিমিয়্যায় স্থায়ীভাবে শায়খুল হাদিস পদে নিয়োগ পান।
এছাড়াও তিনি জামিয়া সুবহানিয়া মাহমুদ নগর তুরাগ ঢাকা; জামিয়াতুল কুরআন ওয়াস সুন্নাহ, কেরানীগঞ্জ; জামিয়া ইসলামিয়া দারুল উলুম রামপুরা, বনশ্রী; জামিয়া আরাবিয়া হামিউস সুন্নাহ, বাউনিয়াবাঁধ; জামিয়া আরাবিয়া বাইতুস সালাম উত্তরা, ঢাকায় হাদিসের দরস দেবেন।