রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫ ।। ৫ মাঘ ১৪৩১ ।। ১৯ রজব ১৪৪৬

শিরোনাম :
যুদ্ধবিরতির প্রাক্কালে ইসরাইলি হামলা, গাজায় এক পরিবারের ৫ সদস্য নিহত জুলাই ঘোষণাপত্রের বিষয়ে অংশীজনদের মত চেয়েছে সরকার দুদকের নতুন ডিজি আবদুল্লাহ-আল-জাহিদ মোহরানা সহজলভ্য করতে বিনা খরচে ৮ দম্পতির বিয়ে মুফতি কাজী ইব্রাহীমের ওপর হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন মসজিদে অনুদান দেওয়ার নামে প্রতারণা, ইসলামিক ফাউন্ডেশনের সতর্ক বার্তা সিলেটে জামেয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক রা. বিদায় অনুষ্ঠান সম্পন্ন ৩০টি কেন্দ্রে ফয়যে বর্ণভী সাবাহী মক্তব বোর্ডের ২য় কেন্দ্রীয় পরীক্ষা অনুষ্ঠিত জাতীয় ঐক্য সুসংহত করতে রাজনৈতিক দলসমূহের মধ্যে আন্ত:সংলাপ জরুরি ইন্টিগ্রেটেড এডুকেশন বাংলাদেশের বার্ষিক শিক্ষা কনফারেন্স অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আহত দোকানদারদের মারধরে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ইন্টারনেট

ধানমন্ডি লেকের রবীন্দ্র সরোবরে দোকানদারদের মারধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আহত হয়েছে।

গতকাল শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাত নয়টায় এ ঘটনা ঘটে। 

আহতদের ঘটনা স্থল থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। আহতরা হলেন- আলিফ (১৯) মাজহারুল ইসলাম (১৮), আজিম মাহমুদ তৌহিদ (২০), বাইজিদ বোস্তামি (১৯) ও নাসিব আলতাফ (১৯)।

শিক্ষার্থীদের সঙ্গে থাকা তাদের এক বন্ধু নাঈম জানান, ধানমন্ডির রবীন্দ্র সরোবারে ঢাবির ৫ জন শিক্ষার্থী ঘুরতে যান। পরে ফুটপাতের দোকানদারদের সঙ্গে একজনের বাকবিতণ্ডা হয়। এ ঘটনার জেরে আরও কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে পাঁচজন শিক্ষার্থী আহত হয়।

আহত শিক্ষার্থীদের পরিচয় নিশ্চিত করে এই যুবক জানান, এদের মধ্যে আলিফ অমর একুশে হল, মাজহারুল ইসলাম ফজলুল হক হল, আজিম মাহমুদ তৌহিদ মুক্তিযোদ্ধা হল, বাইজিদ বোস্তামী অমর একুশে হল ও নাসিব আলতাব ওমর একুশে হলে থাকে।

তবে কি নিয়ে দোকানদারদের সঙ্গে শিক্ষার্থীদের মারামারি হয়েছে সে বিষয়ে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি।

এদিকে আহতদের মধ্যে আলিফের মাথায় আঘাতের কারণে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ধানমন্ডি থেকে আহত অবস্থায় ঢাবির ৫ ছাত্রকে চিকিৎসা দেওয়ার জন্য জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। জরুরী বিভাগে তাদের চিকিৎসা চলছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি আমরা।

এসএনএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ