রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫ ।। ৫ মাঘ ১৪৩১ ।। ১৯ রজব ১৪৪৬

শিরোনাম :
যুদ্ধবিরতির প্রাক্কালে ইসরাইলি হামলা, গাজায় এক পরিবারের ৫ সদস্য নিহত জুলাই ঘোষণাপত্রের বিষয়ে অংশীজনদের মত চেয়েছে সরকার দুদকের নতুন ডিজি আবদুল্লাহ-আল-জাহিদ মোহরানা সহজলভ্য করতে বিনা খরচে ৮ দম্পতির বিয়ে মুফতি কাজী ইব্রাহীমের ওপর হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন মসজিদে অনুদান দেওয়ার নামে প্রতারণা, ইসলামিক ফাউন্ডেশনের সতর্ক বার্তা সিলেটে জামেয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক রা. বিদায় অনুষ্ঠান সম্পন্ন ৩০টি কেন্দ্রে ফয়যে বর্ণভী সাবাহী মক্তব বোর্ডের ২য় কেন্দ্রীয় পরীক্ষা অনুষ্ঠিত জাতীয় ঐক্য সুসংহত করতে রাজনৈতিক দলসমূহের মধ্যে আন্ত:সংলাপ জরুরি ইন্টিগ্রেটেড এডুকেশন বাংলাদেশের বার্ষিক শিক্ষা কনফারেন্স অনুষ্ঠিত

২২ সেপ্টেম্বর ঢাকায় মহাসমাবেশ করবে জমিয়ত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচনের দাবিতে আগামী ২২ সেপ্টেম্বর (শুক্রবার) ঢাকায় মহাসমাবেশ করবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। 

আজ (৩ সেপ্টেম্বর) পল্টনস্থ দলীয় কার্যালয়ে দলের খাস কমিটির মিটিংয়ে মহাসমাবেশ সফলের লক্ষ্যে সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফীকে আহবায়ক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে সদস্যসচিব করে ২৫ সদস্যবিশিষ্ট একটি বাস্তবায়ন কমিটি গঠিত হয়।

বৈঠক শেষে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ বলেছেন, দেশ আজ কঠিন সংকটে নিপতিত। বর্তমান নির্বাচন ব্যবস্থার উপর জনগণের কোন আস্থা ও আগ্রহ নেই। বিদেশীদের নানা রকম তৎপরতাও এখন দৃশ্যমান। অবস্থাদৃষ্টে মনে হয় অনিশ্চিত এক গন্তব্যের দিকে অগ্রসর হচ্ছি আমরা। সরকারের একরোখা নীতির কারণেই আজ এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্বভাবিক কারণে সরকারকে এর দায় নিতে হবে।

দলের সহ-সভাপতি  মাওলানা উবায়দুল্লাহ ফারুক সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী,সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার,সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল-হাবীব,সহ-সভাপতি এ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী,মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী,যুগ্মমহাসচিব মাওলানা তাফাজ্জল হক আজীজ,সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী।

এমআর/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ