শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ।। ২৮ চৈত্র ১৪৩১ ।। ১৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নিজেকে ইমাম মাহদী দাবি করা মাদরাসা শিক্ষক কারাগারে হারামাইনে আজ জুমার নামাজে ইমামতি করবেন যাঁরা ‘মার্চ ফর গাজা’য় অংশগ্রহণকারীদের জন্য জরুরি ৫ নির্দেশনা তালিবুল ইলমের আবশ্যকীয় পাঁচটি কাজ পাকিস্তানের সব সমস্যার পেছনে ইহুদি ষড়যন্ত্র থাকে: মাওলানা ফজলুর রহমান বাড়িতে বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষা দিল নাহিদ মানবতার জন্য আপনিও আসুন সোহরাওয়ার্দী উদ্যানে: শায়খ আহমাদুল্লাহ ইসরায়েলকে প্রতিহত করতে আন্তর্জাতিক উদ্যোগ দরকার: বিএনপি মাদরাসাছাত্রদের কর্মসংস্থানের বিষয়ে কাজ করছে এনসিপি : নাসীরুদ্দীন পাটওয়ারী মুসলিম রাষ্ট্রের ওপর এখন সশস্ত্র ল’ড়াই ফরজ: মুফতি তাকি উসমানি

কেন্দ্রীয় পরীক্ষায় ভালো ফলাফল, ফ্রি-তে ওমরায় গেলেন ৪ শিক্ষার্থী 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলী জুবায়ের খান, ময়মনসিংহ:

কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) এর কেন্দ্রীয় পরীক্ষায় 'সানাবিয়া উলইয়া' জামাতে কৃতিত্বের স্বাক্ষর রাখায়' পবিত্র ওমরা হজ্বের সুযোগ পেয়েছে ময়মনসিংহের 'ফুলপুর আদর্শ মাদরাসা'র চার শিক্ষার্থী। 

মাদরাসা সূত্রে জানা গেছে, গতবছর (৪৭তম কেন্দ্রীয় পরীক্ষা ১৪৪৫ হিজরি/ ২০২৪ইং) 'ফুলপুর আদর্শ মাদরাসা' থেকে কেন্দ্রীয় পরিক্ষায় অংশগ্রহণ করে ১০০ জন শিক্ষার্থী, মেধা তালিকায় স্থান পেয়েছে ৪৮ জন। এর মধ্যে 'সানাবিয়া উলইয়া' জামাত থেকে মেধা তালিকায় স্থান পেয়েছে চারজন। মো: তারেকুল ইসলাম ৫৭তম, মোহা: আজহারুল ইসলাম ৪৮তম, রাইসুল ইসলাম ৫৯তম ও সাইফ আহমদ ৪৩তম স্থান অর্জন করেছে। 

ফুলপুর আদর্শ মাদরাসা'র প্রতিষ্ঠাতা পরিচালক ও মুহতামিম হযরত মাওলানা আবু রায়হান-এর ঘোষণা ছিল, সানাবিয়া উলয়াতে যারা মেধা তালিকায় স্থান পাবে তাদের জন্য থাকবে "পবিত্র উমরা" পালন করার সুবর্ণ সুযোগ। সেই ঘোষণা অনুযায়ী সানাবিয়াতে মেধা তালিকায় উত্তীর্ণ চারজনকে ওমরা করানো হচ্ছে।

সেই সাথে শিক্ষার্থীদের পিছনে কঠোর মেহনত করায় মাদরাসার নাজেমে তালিমাত মুফতী আলমগীর হোসেনকেও ওমরাহ আদায় করানো হচ্ছে। গত ৫ই অক্টোবর শনিবার তারা ওমরাহের উদ্দেশ্যে দেশত্যাগ করেন।

এছাড়াও অন্যান্য জামাতের মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদেরকে দেয়া হয়েছে যথাযথ সম্মাননা।

ফুলপুর আদর্শ মাদরাসার মুহাদ্দিস মুফতী শামসুল হক আওয়ার ইসলামকে জানান, 'উপরের ক্লাসে উঠে সাধারণত শিক্ষার্থীরা ঢাকামুখী হয়ে যায়, এদিক-সেদিক চলে যায়, তাদেরকে জমিয়ে রাখার জন্য এসব উৎসাহের আয়োজন। তারপরও ভালো ছাত্রগুলো রাখা কঠিন হয়ে যায়, এদিক সেদিক ছুটে যায়। আমাদের চেয়ে ভালো কোন প্রতিষ্ঠানে গেলে খুশি হই, ভালো লাগে। কিন্তু কষ্ট লাগে যখন কিছু ছেলে তুলনা মূলক ছোট মাদ্রাসায় ভর্তি হয়।গেলে আমাদের চেয়ে ভালো জায়গায় যাক, কোন আপত্তি নাই, মন খুলে দোয়া করি, তারপরও তাদের জন্যও দোয়া করি, জীবনে সফল হোক,ভবিষ্যৎ উজ্জল হোক'।

তিনি আরও বলেন, 'সানাবিয়া এবং ফযিলত মারহালার জন্য 'পবিত্র ওমরা'র ঘোষণা অব্যাহত আছে, এছাড়া অন্যান্য মারহালায় এক থেকে পাঁচ পর্যন্ত মেধা তালিকায় স্থান পেলে তাদের জন্যও থাকবে "পবিত্র ওমরা" পালনের এই সুযোগ'।

হাআমা/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ