শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ ।। ৫ বৈশাখ ১৪৩২ ।। ২০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
৫ বছর আগের এই দিনে কী হয়েছিল মাওলানা আনসারীর জানাজায়? হজযাত্রীর জন্য চালু হচ্ছে হজ ম্যানেজমেন্ট সেন্টার, থাকবে অ্যাপ কুয়েট শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিন- ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ  আইন করে ভারতে মুসলিমদের অধিকার হরণ করা যাবে না: জমিয়ত করাচি-চট্টগ্রাম রুটে নৌযান চলাচলকে স্বাগত জানিয়েছে দুই পক্ষ: পাকিস্তান ২৬ এপ্রিল জমিয়তের কাউন্সিল, প্রাধান্য পেতে পারে তরুণ নেতৃত্ব কওমি সনদ বাস্তবায়ন  করা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব: ধর্ম উপদেষ্টা কোরআন-সুন্নাহর ভিত্তিতেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব: জামায়াত সেক্রেটারি গাজায় গণহত্যা ও ভারতে ওয়াকফ বিলের বিরুদ্ধে জমিয়তের বিক্ষোভ ইয়েমেনে মার্কিন হামলায় নিহত অন্তত ৩৮

পাকিস্তানের সব সমস্যার পেছনে ইহুদি ষড়যন্ত্র থাকে: মাওলানা ফজলুর রহমান


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান বলেছেন, পাকিস্তানে যখনই সমস্যা হয়, তখন এর পেছনে ইহুদি ষড়যন্ত্র থাকে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য বোঝা উচিত।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) পাকিস্তানে আয়োজিত ফিলিস্তিন কনফারেন্সে তিনি এসব কথা বলেন। 
জমিয়তের সভাপতি বলেন, যদি পাকিস্তান মুসলিম উম্মাহর পক্ষে যুদ্ধ না করে, তবে তার অস্তিত্ব ব্যর্থ হয়ে যাবে। পাকিস্তান সেনাবাহিনীর মূলনীতি হলো ঈমান, তাওয়া, জিহাদ ফি সাবিলিল্লাহ।

মাওলানা ফজলুর রহমান বলেন, ইসরায়েল প্রতিষ্ঠিত হওয়ার সময় পাকিস্তান তা অবৈধ রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছিল। ইসরায়েলের প্রথম প্রেসিডেন্ট তার পররাষ্ট্রনীতি ভাষণে পাকিস্তানকে ধ্বংস করার পরিকল্পনা প্রকাশ করেছিলেন।

ফজলুর রহমান বলেন, ফিলিস্তিনিরা যে সংকটে আছেন, তাদের সঙ্গে একতা প্রকাশের জন্য আমাদের এক হওয়া প্রয়োজন। মুসলমান যেখানে এবং যেভাবে সাহায্য করতে পারে, সেখানে তাদের পাশে দাঁড়ানো উচিত। পাকিস্তানের শীর্ষ এই আলেম বলেন, পাকিস্তানের প্রতিটি মানুষ আজও তাদের ফিলিস্তিনি ভাই-বোনদের পাশে দাঁড়িয়ে আছে। আজকের এই সম্মেলন পৃথিবীকে যে বার্তা দিচ্ছে ইতিহাস এটা উপেক্ষা করতে পারবে না। 

ফজলুর রহমান আরও বলেন, ইসরায়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র, তাদের কাজ হচ্ছে হত্যাযজ্ঞ এবং সন্ত্রাস। তাদের ইতিহাস শুধু হত্যা আর ধ্বংসের। তিনি আরও বলেন, এক শতাব্দী আগে ইসরায়েলের নামের কোনো রাষ্ট্র ছিল না। প্যালেস্টাইনিদের সঙ্গে একত্মতা প্রকাশ করা সব মুসলমানের কর্তব্য। যখন ইসরায়েলের রাষ্ট্র ঘোষণা করা হচ্ছিল, তখন তারা মাত্র দুই শতাংশ জমিতে বসবাস করছিল।

মাওলানা ফজলুর রহমান বলেন, আজকের শাসকরা নিজেদের পাকিস্তান তৈরির মুসলিম লিগের উত্তরাধিকারী মনে করে, তবে এখন তাদের প্রমাণ করতে হবে যে, তারা সত্যিই পাকিস্তান প্রতিষ্ঠার মুসলিম লীগের উত্তরাধিকারী।

এসএকে/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ