বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ ।। ২৫ আশ্বিন ১৪৩১ ।। ৭ রবিউস সানি ১৪৪৬

শিরোনাম :
মোহাম্মদপুর সাত মসজিদ চত্বরে শায়খুল হাদীস পরিষদের ‘ইসলাহী মাহফিল’ আগামীকাল শহীদদের স্মরণে স্বপ্নসিঁড়ির ‘গানেই যুদ্ধ গানেই জয়’ সংগীতানুষ্ঠান আগামীকাল খেলাফত মজলিসে যোগ দিলেন মাওলানা ‍মুহাম্মাদ আব্দুস সামাদ শিক্ষাব্যবস্থা যুগোপযোগী করতে ১৫ দফা প্রস্তাবনা খেলাফত আন্দোলনের কুষ্টিয়ায় মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে নিহত চার স্ত্রী-সন্তানসহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলা ‘১০০ বছরের মধ্যে সবচেয়ে বিধ্বংসী ঝড় হবে হ্যারিকেন মিল্টন’ সৌহার্দ্য-সম্প্রীতির মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে উঠবে: ধর্ম উপদেষ্টা শুক্রবার থেকে রাজধানীতে শুরু হচ্ছে ‘ভাষা সাহিত্য সাংবাদিকতা কোর্স’, ভর্তি হবেন যেভাবে শপথ নিলেন হাইকোর্টের ২৩ বিচারপতি

খেলাফত মজলিসে যোগ দিলেন মুফতি আলী হাসান ওসামা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

খেলাফত মজলিসে যোগ দিলেন ওয়ায়েজ মুফতি আলী হাসান ওসামা।

আজ বুধবার ( ০৯ অক্টোবর) দুপুর আড়াইটায় রাজধানীর বিজয়নগর দলটির কার্যালয়ে আমীরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদের হাতে প্রাথমিক সদস্য ফরম পূরণ করে দলে যোগদান করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন দলটির নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, মহাসচিব ড. আহমদ আব্দুল কাদির, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মোঃ মুনতাসির আলী, অধ্যাপক আব্দুল জলিল, ইসলামী ছাত্র মজলিসের সাবেক সভাপতি মাওলানা রুহুল আমিন সাদী (সাইমুম সাদী), মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ মাওলানা সাইফুদ্দিন আহমেদ খন্দকার প্রমুখ।

আওয়ার ইসলামকে এ বিষয়ে তথ্য নিশ্চিত করেন দলটির নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী।

তিনি জানান, তিনি (মুফতি আলী হাসান উসামা) বেশ কিছু দিন ধরে আমাদের দলের সাথে যুক্ত হওয়ার জন্য আলোপ-আলোচনা চলছিল। আমরা আমাদের সংবিধান তাকে দিয়েছি, তিনি পড়েছেন, বুঝেছেন। তারপর আরো সময় নিয়ে আমাদের অফিসে এসেছিলেন আরও একবার। দীর্ঘ অনেকগুলো বৈঠক হয়েছে। একপর্যায়ে আজ তিনি জেনে-বুঝেই আমাদের দলের সাথে যুক্ত হয়েছেন।

‘আমরা মনে করি সকল ইসলামি দলের মধ্যে বিভেদ তৈরী না হয়ে একতা তৈরী হওয়ার সময় এখন’ বলে উল্লেখ করেন দলটির নায়েবে আমীর।  

হাআমা/কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ