শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ।। ২৮ চৈত্র ১৪৩১ ।। ১৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
হারামাইনে আজ জুমার নামাজে ইমামতি করবেন যাঁরা ‘মার্চ ফর গাজা’য় অংশগ্রহণকারীদের জন্য জরুরি ৫ নির্দেশনা তালিবুল ইলমের আবশ্যকীয় পাঁচটি কাজ পাকিস্তানের সব সমস্যার পেছনে ইহুদি ষড়যন্ত্র থাকে: মাওলানা ফজলুর রহমান বাড়িতে বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষা দিল নাহিদ মানবতার জন্য আপনিও আসুন সোহরাওয়ার্দী উদ্যানে: শায়খ আহমাদুল্লাহ ইসরায়েলকে প্রতিহত করতে আন্তর্জাতিক উদ্যোগ দরকার: বিএনপি মাদরাসাছাত্রদের কর্মসংস্থানের বিষয়ে কাজ করছে এনসিপি : নাসীরুদ্দীন পাটওয়ারী মুসলিম রাষ্ট্রের ওপর এখন সশস্ত্র ল’ড়াই ফরজ: মুফতি তাকি উসমানি ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি সফল করার আহ্বান শায়খে চরমোনাই’র

তেজগাঁওয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ, বিভিন্ন রাস্তায় তীব্র যানঝট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
তেজগাঁওয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ,

|| হাসান আল মাহমুদ ||

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের সাতরাস্তা এলাকায় ছয় দফা দাবিতে ‘কারিগরি ছাত্র আন্দোলনের’ ব্যানারে একদল শিক্ষার্থী সড়ক অবরোধ করেছেন। ফলে রাজধানীর বিভিন্ন রাস্তায় তীব্র যানঝট দেখা দিয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

সোমবার (দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন বলে গণমাধ্যমকে জানান তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শামীমুর রহমান।

সরেজমিনে বিকাল সাড়ে তিনটায় দেখা যায়, শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে বিজয়স্মরণী রোড থেকে হাতিরঝিল, মধুবাগ পর্যন্ত পুরোটাই যানঝটে স্থবির হয়ে আছে। এছাড়া, শাহবাগ, মানিক মিয়া অ্যাভিনিউ, মগবাজার, ইস্কাটন ও মালিবাগ রোডে যানঝট তৈরী হওয়ার খবর পাওয়া গেছে।

এসময় অস্থির কয়েকজন যাত্রী বিরুক্তি সুরে বলেছেন, এখন সময়টাই অন্যরকম। যার যখন মনে চায় দাবি আদায়ে রাস্তায় নেমে পড়ে। গত পনের বছর কী করছে!

জানা গেছে, পলিটেকনিক শিক্ষার্থীরা টেকনিক্যাল পদে নন টেকনিক্যাল নিয়োগ বাতিলসহ ছয় দফা দাবি আদায়ে এমন কর্মসূচি  দিয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাস্তা না ছাড়ার ঘোষণা দিয়েছেন। এ ছাড়া কারিগরি শিক্ষা বোর্ড সংস্কার করে কারিগরি সেক্টর পরিচালনায় কারিগরি শিক্ষাবহির্ভূত কোনো জনবল থাকতে পারবে না বলে তারা দাবি জানায়।

তাদের দাবি, কারিগরি শিক্ষা অধিদফতরের বিতর্কিত নিয়োগ বিধিমালা সংশোধন করে সব শূন্য পদে কারিগরি জনবল নিয়োগের মাধ্যমে শিক্ষকসংকট দূর করতে হবে।

উচ্চশিক্ষার সুযোগ বাড়ানোর লক্ষ্যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ছাত্র ও ছাত্রীদের জন্য প্রস্তাবিত চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে শতভাগ সিট নিশ্চিত করতে হবে বলে দাবি জানায় তারা। 

হাআমা/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ