শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ।। ২৮ চৈত্র ১৪৩১ ।। ১৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
হারামাইনে আজ জুমার নামাজে ইমামতি করবেন যাঁরা ‘মার্চ ফর গাজা’য় অংশগ্রহণকারীদের জন্য জরুরি ৫ নির্দেশনা তালিবুল ইলমের আবশ্যকীয় পাঁচটি কাজ পাকিস্তানের সব সমস্যার পেছনে ইহুদি ষড়যন্ত্র থাকে: মাওলানা ফজলুর রহমান বাড়িতে বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষা দিল নাহিদ মানবতার জন্য আপনিও আসুন সোহরাওয়ার্দী উদ্যানে: শায়খ আহমাদুল্লাহ ইসরায়েলকে প্রতিহত করতে আন্তর্জাতিক উদ্যোগ দরকার: বিএনপি মাদরাসাছাত্রদের কর্মসংস্থানের বিষয়ে কাজ করছে এনসিপি : নাসীরুদ্দীন পাটওয়ারী মুসলিম রাষ্ট্রের ওপর এখন সশস্ত্র ল’ড়াই ফরজ: মুফতি তাকি উসমানি ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি সফল করার আহ্বান শায়খে চরমোনাই’র

চরখরিচার মদিনা মসজিদে জুমা পড়াবেন আল্লামা মাহমুদুল হাসান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
চরখরিচার মদিনা মসজিদে জুমা পড়াবেন আল্লামা মাহমুদুল হাসান

|| হাসান আল মাহমুদ ||

ময়মনসিংহের চরখরিচায় অবস্থিত বৈদ্যুতিক গম্বুজবিশিষ্ট দৃষ্টিনন্দন মদিনা মসজিদে (৩০ আগস্ট ২০২৪) জুমা পড়াবেন কওমি মাদরাসা  শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ’র সভাপতি, আল-হাইয়াতুল উলইয়ার চেয়ারম্যান, জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া যাত্রাবাড়ি মাদরাসার মুহতামিম মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান। জুমা পরবর্তী তিনি বুখারী শরীফের দরস দিবেন।

আজ বুধবার (২৮ আগস্ট) রাতে আওয়ার ইসলামকে তথ্যটি নিশ্চিত করেছেন জামিয়া মাহমুদিয়া চরখরিচা মাদরাসার নাজেমে তালিমাত মুফতি বদরুল আলম

তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আগামী (৩০/৮/২০২৪ ইং) ইংরেজী মাসের ৫ম জুমার পড়ানোর সম্মতি দিয়েছেন মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমির ও গুলশান সেন্ট্রাল মসজিদের খতিব মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান দাঃ বাঃ। জুমার পর থেকে বুখারী শরীফের দরস দিবেন ইনশাআল্লাহ। এতে আশেপাশের চার-পাঁচটি মাদরাসা ছাত্ররা অংশ নিবেন। আগ্রহীদের দাওয়াত রইলো।

উল্লেখ্য, গত বছর ময়মনসিংহ জেলার চরখরিচা গ্রামে বৈদ্যুতিক গম্বুজবিশিষ্ট দৃষ্টিনন্দন মদিনা মসজিদের উদ্বোধন করেন আল্লামা মাহমুদুল হাসান।  মসজিদটি মসজিদে নববীর আদলে তৈরি। বিশাল আয়তনের দৃষ্টিনন্দন মসজিদটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২শ কোটি টাকা। প্রতিষ্ঠাকালীন সময় থেকেই  আল্লামা মাহমুদুল হাসান মসজিদটির মুতাওয়াল্লীর দায়িত্ব পালন করে আসছেন। অত্যাধুনিক এই মসজিদটি ময়মনসিংহ তথা দেশের ইতিহাসে এক অনন্য স্থাপনা। বিশেষত্ব হচ্ছে- বৈদ্যুতিক গম্বুজের সংযোজন। সুইচ অন করলেই সরে যায় গম্বুজটি। আর মসজিদের ভেতর থেকেই দেখা যায় পুরো ঝকঝকে নীল আকাশ। চরখরিচা গ্রামের জামিয়া মাহমুদিয়া আরাবিয়া ইসলামিয়া মাদরাসার কম্পাউন্ডে সবুজ ছায়াঘেরা পরিবেশে ২০১১ সালে এই মদিনা মসজিদের নির্মাণকাজ শুরু হয়। এর উদ্যোক্তা ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমির, জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান। স্বজন, শুভাকাঙ্ক্ষী ও বিত্তবানদের কাছ থেকে পাওয়া আর্থিক সহযোগিতায় তিনি এ মসজিদের নির্মাণ শুরু করেন।

হাআমা/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ