মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ ।। ২ বৈশাখ ১৪৩২ ।। ১৭ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তরে প্রশান্তি আসে যেসব আমলে সৌদি আরব এবার মুখ খুলল যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা নিয়ে বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম ড্রোন শোতে ওয়াসিম ও মাদ্রাসা শিক্ষার্থী দেখাতে না পারায় দুঃখ প্রকাশ ফারুকীর ভারতের ওয়াকফ বিল: অভিযান শুরু, বন্ধ করে দেওয়া হলো ১৭০ মাদরাসা ‘জাতি এবার হিন্দুত্ববাদ প্রভাবমুক্ত বাংলা নববর্ষ উদযাপন করল’ বানিয়াচংয়ে ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ এবারও ঢাকা-চট্টগ্রামে হজ প্রশিক্ষণ দেবে আস-সুন্নাহ ফাউন্ডেশন ইরানের প্রতিরক্ষা নীতি ও পশ্চিমা হুমকি: যুদ্ধ কি অনিবার্য? মাদ্রাসা শিক্ষার্থী মানেই অনিশ্চিত গন্তব্যের যাত্রী নয়, চাই দৃষ্টিভঙ্গির পরিবর্তন

৫ সংস্কার কমিশনে দলীয় মতামত জমা দিলো জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে পাঁচটি সংস্কার কমিশনের প্রস্তাবনাসমূহ সম্পর্কে দলীয় মতামত জমা দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। 

রোববার (১৩ এপ্রিল) দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনস্থ সংস্কার কমিশনের কার্যালয়ে দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল এই মতামত জমা দেয়। 

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ও সংবিধান সংস্কার কমিশনের প্রধান প্রফেসর আলী রীয়াজ এবং জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের কাছে দলীয় মতামত সম্বলিত এই ফাইল হস্তান্তর করেন জমিয়ত নেতারা। 

জমিয়ত প্রতিনিধি দলের বাকি দুই সদস্য হলেন যুগ্মমহাসচিব মাওলানা ফজলুল করীম কাসেমী ও প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন।

গত ১৩ মার্চ শুধু সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবনাসমূহের মতামত দাখিল করা হয়। আজ অবশিষ্ট চার কমিশনের প্রস্তাবনাসমূহের মতামত জমা দেওয়া হয়। মোটাদাগে জমিয়ত ৫ কমিশনের সর্ব মোট ১৬৬টি প্রস্তাবনার মধ্যে ১০৯ টির সাথে একমত ও ২২টির সাথে আংশিক ভাবে একমত হয় এবং ৩৫ টির সাথে দ্বিমত পোষণ করে।
 
জমিয়ত সংবিধানের শুরুতে ‘বিসমিল্লাহির রাহমানির রাহীম’ সংবিধানের মূলনীতিতে সর্বশক্তিমান মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস সংযোজন এবং রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখার প্রস্তাব করে। বাংলাদেশের নামের প্রশ্নে সংবিধান সংস্কার কমিশন কর্তৃক  প্রস্তাবিত নাম 'জনগণতন্ত্রী বাংলাদেশ' এর সঙ্গে দ্বিমত পোষণ করে জমিয়ত ‘ইসলামী প্রজাতন্ত্রী বাংলাদেশ’  ইংরেজিতে ‘Islamic Republic of Bangladesh’ নাম প্রস্তাব করেছে। একই সাথে বহুত্ববাদের স্থলে 'বহুমতের সহাবস্থান' এবং বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেব বিচার ব্যবস্থায় বিবাহ,তালাক,পারিবারিক উত্তরাধিকার আইন ও ধর্মদ্রোহিতার বিচার বিষয়ে পৃথক শরিয়া আদালত প্রতিষ্ঠার প্রস্তাব করেছে।

এমএইচ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ