সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

নির্বাচনকে সামনে রেখে ইসির নির্দেশে দুই ডিসি পরিবর্তন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে ও ময়মনসিংহের ডিসি পরিবর্তন করেছে সরকার।এর মধ্যে সুনামগঞ্জের ডিসি দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীকে ময়মনসিংহে জেলার ডিসি হিসেবে   এবং ময়মনসিংহের ডিসি মোস্তাফিজার রহমানকে স্বাস্থ্যসেবা বিভাগে বদলি করা হয়েছে। আজ শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এসংক্রান্ত পৃথক আদেশ জারি করা হয়েছে।

এ ছাড়া সুনামগঞ্জ জেলার ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় সংসদ সচিবালেয়র উপসচিব মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী।


ইসি সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় ময়মনসিংহ ও সুনামগঞ্জের জেলা প্রশাসককে বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন উপলক্ষে এই প্রথম জেলা প্রশাসকদের বদলির নির্দেশ দেওয়া হলো। 

এর আগে সারা দেশের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলির নির্দেশ দেওয়া হয়। 

ডিসি-এসপিদের বদলির কোনো সিদ্ধান্ত হয়েছে কি না―এমন প্রশ্নের জবাবে ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ‘এখন পর্যন্ত এমন কোনো সিদ্ধান্ত আমার জানা নেই।


পরবর্তীতে যদি কোনো সিদ্ধান্ত হয়, তখন বলতে পারব। যদি নির্বাচন কমিশন বসে কোনো সিদ্ধান্ত নেয়, সে ক্ষেত্রে এটা হতে পারে। এটা অস্বাভাবিক কিছু নয়।’

 

এমএইচ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ