বিশেষ প্রতিবেদক
তুরস্কের অন্তালিয়া শহরে অনুষ্ঠিত আরব-ইসলামিক মন্ত্রীপরিষদের এক জরুরি সম্মেলনে গাজা ও পশ্চিম তীরকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের অধীনে ঐক্যবদ্ধ করার আহ্বান জানানো হয়েছে। কমিটি সতর্ক করে বলেছে, এই বিভক্তি যদি অব্যাহত থাকে তবে দ্বিরাষ্ট্র সমাধান মারাত্মকভাবে ব্যাহত হবে।
সম্মেলনে আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিন সংকটের দায়িত্ব গ্রহণের আহ্বান জানানো হয়। মন্ত্রীপরিষদ স্পষ্ট ভাষায় জানায়, তারা মানবিক সহায়তাকে অস্ত্র হিসেবে ব্য বহারের ঘোরতর বিরোধিতা করে এবং কোনোভাবেই ফিলিস্তিনিদের অভুক্ত রাখার যৌক্তিকতা মেনে নেওয়া যায় না।
কমিটি আরও বলেছে, একটি অঞ্চলকে বসবাসের অনুপযোগী করে ফেলে মানুষকে বাধ্যতামূলকভাবে সেখান থেকে সরিয়ে দেওয়া প্রকৃতপক্ষে জবরদস্তিমূলক বাস্তুচ্যুতি, যা কখনোই স্বেচ্ছায় অভিবাসন নয়।
এছাড়া, অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে কমিটি গাজা উপত্যকার উপর ইসরায়েলি আগ্রাসনকে “মানবিকতার সব সীমা লঙ্ঘনকারী” বলে অভিহিত করেছে এবং দখলদারিত্বেরও কঠোর নিন্দা জানিয়েছে। তারা বন্দি এবং আটক ফিলিস্তিনিদের মুক্তির দাবিও জানিয়েছে।
এই সম্মেলনের মধ্য দিয়ে আরব ও ইসলামি দেশগুলো পুনরায় তাদের একতাবদ্ধ অবস্থান তুলে ধরেছে এবং ফিলিস্তিনি জনগণের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেছে।
এমএইচ/