শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ ।। ৫ বৈশাখ ১৪৩২ ।। ২১ শাওয়াল ১৪৪৬


‘মার্চ ফর গাজা’র আগে ইফাবায় বিশিষ্টজনদের মিলনমেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সারাদেশ থেকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে যাত্রা করেছে সর্বস্তরের মানুষ। ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিতে শনিবার (১২ এপ্রিল) সকাল থেকে মানুষের ঢল নেমেছে। এই কর্মসূচিতে অংশ নেবেন দেশের সব রাজনৈতিক-অরাজনৈতিক দল, বিশিষ্ট ব্যক্তিত্ব, শীর্ষ আলেম ও নানা ঘরানার মানুষেরা। ইতোমধ্যে তারা সোহরওয়ার্দী উদ্যানে উপস্থিত হয়েছেন। 

সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার আগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে বিশিষ্টজনদের মিলনমেলা অনুষ্ঠিত হয়। সেখানে একসঙ্গে সবাইকে দেখতে পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেন সাধারণ মানুষেরা। এটাকে কেউ কেউ জাতীয় ঐক্যের বার্তা হিসেবে দেখছেন। 

বিশিষ্টজনদের মধ্যে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, বিশিষ্ট দাঈ শায়খ আহমাদুল্লাহ, প্রখ্যাত বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মাওলানা সৈয়দ ফয়জুল করীম, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদির উপস্থিত ছিলেন। 

এছাড়া আরও উপস্থিত ছিলেন এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ, ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ ইউনূস আহমদ, গাজী আতাউর রহমান, জামায়াত নেতা রফিকুল ইসলাম, নুরুল ইসলাম বুলবুল, শিবির সভাপতি জাহিদুর রহমান, সাদিক কায়্যিম, কবি মুহিব খান, মাওলানা সাখাওয়াত হোসাইন রাজী, মাওলানা রেজাউল কারীম আবরার, মাওলানা আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরসহ অনেক বিশিষ্টজন উপস্থিত ছিলেন।

এমএইচ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ