শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক

প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী

দেশের প্রতিটি প্রাইমারি স্কুলে অন্তত একজন করে আলেম ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করার দাবি জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি ও সুয়াবিল তালিমুল ইসলাম মাদ্রাসার মুহতামিম শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী।

আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ফটিকছড়ি আমতলী আজিজিয়া ফাতেমাতুজ্জুহরা মাদ্রাসার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি  এ দাবি জানান।

মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাটহাজারী মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা শেখ আহমদ।

মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী আরও বলেন, ব্রিটিশ আমল, পাকিস্তান আমল এমনকি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক ছিল। বর্তমানে প্রাইমারি স্কুলে ধর্মীয় মৌলভী শিক্ষক না থাকার কারণে সহীহ শুদ্ধভাবে পবিত্র কোরআন মাজিদ, মাসনুন দোয়া, প্রয়োজনীয় মাসআলা শিখতে পারছেনা। সঠিক ধর্মীয় শিক্ষা না থাকার কারণে শিশু কিশোররা বিপথগামী হচ্ছে। বিভিন্ন ছোট বড় অপরাধে জড়িয়ে পড়ছে। 

তাঁর মতে, প্রাইমারি স্কুলে আলেমগণ ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োজিত থাকলে দেশের শিক্ষা ব্যবস্থা সুন্দর হবে৷শিশু-কিশোররা আগামী দিনে ইসলামের মৌলিকত্ব শিখতে পারবে। কোমলমতি ছাত্রদের হৃদয়ে বড়দের প্রতি শ্রদ্ধা, ছোটদের প্রতি স্নেহ, আদব-আখলাক, শিষ্টাচার, ভদ্রতা গড়ে উঠবে। ভবিষ্যতে জীবনে এর প্রভাব পড়বে।

মাহফিলে দেশবরেণ্যে উলামায়ে কেরাম বয়ান পেশ করেন।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ