প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী
প্রকাশ:
২৮ নভেম্বর, ২০২৪, ০৯:৫৪ রাত
নিউজ ডেস্ক |
দেশের প্রতিটি প্রাইমারি স্কুলে অন্তত একজন করে আলেম ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করার দাবি জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি ও সুয়াবিল তালিমুল ইসলাম মাদ্রাসার মুহতামিম শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী। আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ফটিকছড়ি আমতলী আজিজিয়া ফাতেমাতুজ্জুহরা মাদ্রাসার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাটহাজারী মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা শেখ আহমদ। মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী আরও বলেন, ব্রিটিশ আমল, পাকিস্তান আমল এমনকি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক ছিল। বর্তমানে প্রাইমারি স্কুলে ধর্মীয় মৌলভী শিক্ষক না থাকার কারণে সহীহ শুদ্ধভাবে পবিত্র কোরআন মাজিদ, মাসনুন দোয়া, প্রয়োজনীয় মাসআলা শিখতে পারছেনা। সঠিক ধর্মীয় শিক্ষা না থাকার কারণে শিশু কিশোররা বিপথগামী হচ্ছে। বিভিন্ন ছোট বড় অপরাধে জড়িয়ে পড়ছে। তাঁর মতে, প্রাইমারি স্কুলে আলেমগণ ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োজিত থাকলে দেশের শিক্ষা ব্যবস্থা সুন্দর হবে৷শিশু-কিশোররা আগামী দিনে ইসলামের মৌলিকত্ব শিখতে পারবে। কোমলমতি ছাত্রদের হৃদয়ে বড়দের প্রতি শ্রদ্ধা, ছোটদের প্রতি স্নেহ, আদব-আখলাক, শিষ্টাচার, ভদ্রতা গড়ে উঠবে। ভবিষ্যতে জীবনে এর প্রভাব পড়বে। মাহফিলে দেশবরেণ্যে উলামায়ে কেরাম বয়ান পেশ করেন। হাআমা/ |