বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫ ।। ১ মাঘ ১৪৩১ ।। ১৫ রজব ১৪৪৬

শিরোনাম :
লাহোরে মাওলানা ফজলুর রহমানের সাথে বাংলাদেশ জমিয়ত প্রতিনিধি দলের সাক্ষাৎ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়্যার মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠান আগামীকাল বাংলাদেশে এলেন ডক্টর মাওলানা মনজুর আহমদ মেঙ্গল ছবি ছাড়া নারীদের এনআইডির দাবিতে আল্টিমেটাম জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সবাই খালাস শীতে দাড়ির যত্ন ও সুন্দর রাখতে যা করবেন ময়মনসিংহের জামিয়া আরাবিয়া মিফতাহুল উলূমের আবনা সম্মেলন অনুষ্ঠিত যেসব গাছ পরিচর্যা ছাড়াই ঘরের কোণে বেড়ে উঠবে ইন্টিগ্রেটেড এডুকেশন বাংলাদেশের বার্ষিক শিক্ষা কনফারেন্স শনিবার জেদ্দায় হজ-উমরাহ সেবা সম্মেলন ও মেলা পরিদর্শনে ধর্ম উপদেষ্টা

নির্বাচন কিসের ভিত্তিতে হবে, জানালেন প্রধান উপদেষ্টা 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগ্রহিত

সংস্কার প্রতিবেদন থেকে হবে নতুন বাংলাদেশের চার্টার তৈরি হওয়ার পর তার ভিত্তিতেই নির্বাচন হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ বুধবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে চারটি সংস্কার কমিশনের হস্তান্তরকালে এ কথা জানান তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, ‘চারটি সংস্কার কমিশন যে প্রতিবেদন জমা দিয়েছে তা খুবই গুরুত্বপূর্ণ। এই সংস্কার প্রতিবেদনের মাধ্যমে আমরা যেটা গঠন করতে চাচ্ছি, যার উদ্দেশ্য হলো- এটা থেকে গণঅভ্যুত্থানের একটা চার্টার তৈরি হবে। যা হবে নতুন বাংলাদেশের একটা চার্টার। এটা মতৈক্যের ভিত্তিতে তৈরি হবে। নির্বাচন হবে, সবকিছুই হবে; কিন্তু চার্টার থেকে সরা যাবে না।’

সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন হাতে পেয়ে ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘এটা শুধু একটা আনুষ্ঠানিকতা নয়, এটা এক ঐতিহাসিক মুহূর্ত। বহু ধরনের কমিটি হয়, রিপোর্ট প্রকাশ হয়, আনুষ্ঠানিকতা হয়; কিন্তু আজকের আনুষ্ঠানিকতা সেগুলোর চাইতে অনেক ঊর্ধ্বে। আজকের এই ঘটনা ইতিহাসের অংশ হয়ে থাকবে। কারণ ইতিহাসের প্রবাহ থেকেই এই কমিশনগুলোর সৃষ্টি হয়েছে।’

তিনি বলেন, ‘একটা ধ্বংসপ্রাপ্ত জাতির হঠাৎ পুনরুত্থান হয়েছে, মাথা চাড়া দিয়ে উঠেছে। সেখান থেকেই ইতিহাসের সৃষ্টি, আজকের এই অনুষ্ঠান সেই ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। এটা বিচ্ছিন্ন কোনো প্রতিবেদন নয়। আজ যে প্রতিবেদনগুলো আমরা হাতে নিলাম, অবশ্যই এটা আমাদের দেশের জন্য বড় একটি চর্চা। কেউ সেটা অস্বীকার করবে না।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘এটা বাংলাদেশি, বাঙালি জাতির একটা সনদ, যে সনদ আমরা বুকে নিয়ে অগ্রসর হব। যত দ্রুত পারি, যত বেশি পরিমাণে এটা বাস্তবায়ন করতে পারি করতে থাকব। ভবিষ্যতে যে নির্বাচন হবে, এটাও হবে এই চার্টারের ভিত্তিতে। সেটাও যেন ঐকমত্যের সরকার হয়- যে চার্টারকে আমরা ধরে রেখেছি। যত কিছুই হোক, এটা যেন হাত থেকে ছেড়ে না দেই। তা না হলে এই স্বপ্নের যে কনটিনিউইটি সেটি থাকবে কী করে! আমরা সেই স্বপ্নের কনটিনিউইটি চাই, বাস্তবায়ন চাই।’

আজ প্রতিবেদন জমা দেওয়া কমিশনগুলো হলো ড. বদিউল আলম মজুমদারের নেতৃত্বাধীন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, সরফরাজ হোসেনের নেতৃত্বাধীন পুলিশ প্রশাসন সংস্কার কমিশন, টিআইবির ড. ইফতেখারুজ্জামানের নেতৃত্বে দুর্নীতি দমন কমিশন এবং ইলিনয় স্টেট ইউনিভার্সিটির বিশিষ্ট অধ্যাপক ড. আলী রিয়াজের নেতৃত্বে সংবিধান সংস্কার কমিশন।

এর আগে, গত ৩ অক্টোবর কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করেছিল অন্তর্বর্তী সরকার।

বিনু/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ