বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫ ।। ১ মাঘ ১৪৩১ ।। ১৫ রজব ১৪৪৬

শিরোনাম :
এবার সচেতন ছাত্রের পরিচয়ে সাদপন্থীদের একাধিক সংবাদ সম্মেলন লাহোরে মাওলানা ফজলুর রহমানের সাথে বাংলাদেশ জমিয়ত প্রতিনিধি দলের সাক্ষাৎ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়্যার মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠান আগামীকাল বাংলাদেশে এলেন ডক্টর মাওলানা মনজুর আহমদ মেঙ্গল ছবি ছাড়া নারীদের এনআইডির দাবিতে আল্টিমেটাম জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সবাই খালাস শীতে দাড়ির যত্ন ও সুন্দর রাখতে যা করবেন ময়মনসিংহের জামিয়া আরাবিয়া মিফতাহুল উলূমের আবনা সম্মেলন অনুষ্ঠিত যেসব গাছ পরিচর্যা ছাড়াই ঘরের কোণে বেড়ে উঠবে ইন্টিগ্রেটেড এডুকেশন বাংলাদেশের বার্ষিক শিক্ষা কনফারেন্স শনিবার

শীতে দাড়ির যত্ন ও সুন্দর রাখতে যা করবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ইন্টারনেট

দাড়ি ইসলামী রীতিনীতির গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ। নারী-পুরুষের মুখাবয়বের অন্যতম পার্থক্য এ দাড়ি। এটি আল্লাহর সৃষ্টিগত ভিন্ন ভিন্ন সৌন্দর্যের চমৎকার বিভাজন। আবশ্যকীয় ধর্মীয় বিধিবিধানের পাশাপাশি এ দাড়ির রয়েছে স্বাস্থ্যগত ও বৈজ্ঞানিক নানা উপকারিতা। আজ আমরা জানবো- শীতে দাড়ির যত্ন ও সুন্দর রাখতে যা যা করণীয় ।

১. শীতে গরম পানিতে মুখ ধোয়ার অভ্যাস থাকলে তা বাদ দিন। কারণ এইসময় গরম পানিতে মুখ ধোয়া অত্যন্ত আরামদায়ক হলেও আপনার দাড়ির জন্য তা একদমই ভালো নয়। যতই ঠান্ডা পড়ুক, গরম পানিতে মুখ পরিষ্কার করলে দাড়ি ক্ষতিগ্রস্ত হবে। গরম পানি আপনার ত্বক রুক্ষ করে দেবে, দেখা দিতে পারে চুলকানিও। তাই মুখ ধোয়ার জন্য সব সময় ঠান্ডা পানি ব্যবহার করুন। 

২. শীত যতই পড়ুক না কেন সপ্তাহে অন্তত দুইবার দাড়ি ভালো করে ধোবেন। শ্যাম্পু দিয়ে ভালো করে পরিষ্কার করে কন্ডিশনার লাগিয়ে নিন। দাড়ি যেন রুক্ষ না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন।

৩. চুল যেমন আমরা আঁচড়ে পরিপাটি করে রাখি, দাড়ির ক্ষেত্রেও তেমন যত্ন দরকার। দাড়ি পরিচ্ছন্ন রাখতে ভালো করে আঁচড়ানো জরুরি। দাড়িতে তেল লাগিয়ে ভালো করে আঁচড়ে নিন। এতে তেল সর্বত্র ছড়িয়ে পড়বে। আপনার প্রতিদিনের রুটিনের মধ্যে দাড়ি আঁচড়ানো অবশ্যই রাখবেন। তাতে এই শীতেও আপনার মুখভর্তি দাড়ি থাকবে সুন্দর। অনেকেই জানেন না, দাড়িতে মাখার জন্য বিশেষ তেলও পাওয়া যায়। দাড়ির শুষ্কতা ও চুলকানি দূর করার জন্য দাড়ির তেল মাখুন। এটি আপনার দাড়ির চুলকে রাখবে মোলায়েম ও ঝকঝকে। পাশাপাশি মুখের ত্বকের শুষ্ক ভাবটাও চলে যাবে।

৪. দাড়ির জন্য বিশেষ চিরুনি পাওয়া যায়। বিভিন্ন অনলাইন শপগুলোতে পেতে পারেন দাড়ি আচড়ানোর এই বিশেষ চিরুনি। আর না পেলে বাজারে পাওয়া সবচেয়ে ছোট চিরুনি দিয়েই আচড়ে নিন আপনার দাড়ি। প্রতিদিনই চিরুনি ব্যবহার করুন।

৫. দাড়ির যত্নে ব্যবহার করা যায় বিশেষ ধরনের মলমও। তবে যাদের লম্বা দাড়ি আছে তারা এটা ব্যবহার করতে পারবেন। ছোট দাড়িতে ব্যবহার করে আরাম পাওয়া যাবে না। 

বিনু/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ