সারা দেশের দায়িত্বশীল ইমাম-খতিবদের নিয়ে প্রতিনিধি সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার ( ৭ জানুয়ারি ) সকালে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বাংলাদেশ মসজিদ মিশন আয়োজিত এ সম্মেলন শুরু হয়। দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যের মধ্য দিয়ে এ সম্মেলন সমাপ্ত হয়।
দিনব্যাপী এ আয়োজনে মসজিদকে কেন্দ্র করে সমাজ সংস্কারের পদক্ষেপের নানাবিধ দিক নিয়ে আলোচনা হয়। ইমাম ও খতিবরা তাদের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন।
অধ্যক্ষ জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও মাওলানা খলিলুর রহমান মাদানীর সঞ্চালনায় সম্মেলনে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম প্রমুখ।
বিনু/