শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ ।। ৫ বৈশাখ ১৪৩২ ।। ২০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মুফতি ফয়জুল করীমকে মেয়র ঘোষণার দাবি বরিশালবাসীর এবার খুলনায় ‘মার্চ ফর গাজা’ শ্রমিক মজলিসের সভাপতি আবদুল করিম, সাধারণ সম্পাদক এরশাদ ‘নষ্ট রাজনৈতিক সংস্কৃতি দিয়ে দেশ ও মানুষের কল্যাণ সম্ভব নয়’ ৫ বছর আগের এই দিনে কী হয়েছিল মাওলানা আনসারীর জানাজায়? হজযাত্রীর জন্য চালু হচ্ছে হজ ম্যানেজমেন্ট সেন্টার, থাকবে অ্যাপ কুয়েট শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিন- ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ  আইন করে ভারতে মুসলিমদের অধিকার হরণ করা যাবে না: জমিয়ত করাচি-চট্টগ্রাম রুটে নৌযান চলাচলকে স্বাগত জানিয়েছে দুই পক্ষ: পাকিস্তান ২৬ এপ্রিল জমিয়তের কাউন্সিল, প্রাধান্য পেতে পারে তরুণ নেতৃত্ব

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ যশোর জেলা কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

।। গাজি তাওহীদ বিন মুমতাজ ।।

আজ মঙ্গলবার ( ৭ জানুয়ারি ) বেলা তিন ঘটিকায় যশোর প্রেসক্লাব মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ যশোর জেলার শাখার সভাপতি মাওলানা নাজমুল হক সাহেবের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা আনোয়ারুল করিম যশোরী-এর আহ্বানে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ যশোর জেলা প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী মহাসচিব জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া যুগ্ম মহাসচিব, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। প্রধান অতিথি মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা হাবিবুর রহমানকে সভাপতি ও মাওলানা হারুনুর রশিদ কাসেমীকে সেক্রেটারি করে ৬১ সদস্যের তিন বছর মেয়াদি কমিটি ঘোষণা করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনকারী ঐতিহাসিক ও প্রাচীনতম সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। জমিয়ত ভারতের মাটি ইংরেজ সাম্রাজ্যবাদীদের থেকে মুক্ত করেছে। ১৯৭১ বাংলাদেশ স্বাধীনতার পক্ষে ভূমিকা রেখেছে। চব্বিশের বৈষম্য বিরোধী আন্দোলনেও রাজপথে থেকে আন্দোলন করেছে এবং গত ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের অর্থ সম্পাদক মুফতী মুনির হোসাইন কাসেমীসহ অসংখ্য নেতা কর্মী কারাবরণ জুলুম নির্যাতন সহ্য করেছেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, সম্মেলন আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহসভাপতি  মাওলানা আনোয়ারুল করিম যশোরী, জমিয়ত উলামায়ে ইসলাম নড়াইল জেলা সভাপতি মাওলানা তালহা,মাওলানা যায়নুল আবেদীন,  মাওলানা আব্দুস সামাদ ও মাওলানা আকরাম হুসাইন, মুফতী মাহমুদুল হাসান যশোরী ও মুফতী আবদুর রহমান এযাযী প্রমুখ।

বিনু/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ