চলতি বছরের আগস্টের বন্যা পরবর্তী উত্তরাঞ্চলের ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে অগ্রণী ভূমিকা রাখায় ক্লাইমেট ইম্প্যাক্ট প্রজেক্ট অব দ্য ইয়ার এওয়ার্ড পাচ্ছে আস সুন্নাহ ফাউন্ডেশন। একই সঙ্গে ফেনীর ভয়াবহ বন্যায় দুর্গতদের উদ্ধারসহ নানান স্বেচ্ছাসেবী তৎপরতার জন্য লোকাল ক্লাইমেট রিজিলেন্স চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পাচ্ছে ফেনী জেলা স্বেচ্ছাসেবী পরিবার।
শনিবার (২৮ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে তরুণদের পরিবেশবাদী সংগঠন মিশন গ্রিন বাংলাদেশ ও জেসিআই ঢাকা মেট্রো আয়োজিত এনভায়রনমেন্ট ইনোভেশন সামিট এন্ড এওয়ার্ড অনুষ্ঠানে এই দুই সংস্থাসহসহ ৯ ব্যক্তি ও সংস্থাকে দেওয়া হচ্ছে এই পুরস্কার। এর মধ্যে গ্রিন কন্টেন্ট ক্রিয়েটর অব দ্য ইয়ার এওয়ার্ড পাচ্ছেন উপকারী বৃক্ষ নিয়ে কন্টেন্ট নির্মাতা উম্মে কুলসুম পপি ও আবু সাঈদ আল সাগর, পরিবেশবাদী নেতৃত্বে ধরিত্রীর জন্য আমরা-ধরা’র সদস্য সচিব শরীফ জামিল, তরুণ জলবায়ু নেতৃত্বে ইয়ুথ নেটের সোহানুর রহমান, সাংবাদিকতায় এখন টিভির বিশেষ প্রতিবেদক মাহমুদ রাকিব, গবেষণায় এনভায়রনমেন্ট এন্ড সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশান-এসডো, সবুজ প্রতিষ্ঠানে এসিআই এগ্রো বিজনেস, পরিবেশবান্ধব উদ্ভাবনে শৈলবৃক্ষ ও পরিবেশবান্ধব কারখানায় বায়োফার্মা এই এওয়ার্ড পাচ্ছে।
দিনব্যাপী এনভায়রনমেন্ট ইনোভেশন সামিট ও অ্যাওয়ার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নিচ্ছেন সারাদেশের ৭০টির বেশি সংগঠনের প্রায় ৩৫০ জন পরিবেশকর্মী। অনুষ্ঠানে পরিবেশবান্ধব নানান উদ্ভাবন তুলে ধরার পাশাপাশি এই আলোচনায় অংশ নেবেন দেশের খ্যাতনামা গবেষক ও পরিবেশবিজ্ঞানীরা।
শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলানায়তনে এই সামিটের উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
আয়োজনের বিষয়ে মিশন গ্রিন বাংলাদেশের নির্বাহী পরিচালক আহসান রনি জানান, 'দিনব্যাপী অনুষ্ঠানে থাকবে বিভিন্ন গুরুত্বপূর্ণ সেশন ও প্যানেল আলোচনা (ইয়্যুথ প্যানেল: টেকসই ভবিষ্যতের জন্য সবুজ প্রজন্মকে ক্ষমতায়ন, জাস্ট এনার্জি প্যানেল – বাংলাদেশে ন্যায্য শক্তি স্থানান্তরে উদ্ভাবনী সমাধান, পরিবেশ ও সাসটেইনেবল প্যানেল- পরিবেশ ও ইনোভেশনে সিএসআর কিভাবে ভূমিকা রাখতে পারে, বিশেষজ্ঞদের প্যানেল – পরিবেশগত উদ্ভাবনী ধারণাগুলিকে কর্মে পরিণত করা) অনুষ্ঠিত হবে। পাশাপাশি পরিবেশ বিষয়ক ব্যতিক্রমী ফ্যাশন শো, পরিবেশ সংক্রান্ত গবেষণাধর্মী জার্নাল ‘প্রকৃতি’ এর উদ্বোধন, কুইজ প্রতিযোগিতা এবং পরিবেশ ও ক্লাইমেট সেক্টরে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিদের, দল ও সংস্থাগুলোর সম্মাননা জানিয়ে পুরস্কৃত করসহ নানা আয়োজন থাকবে।'
উল্লেখ্য, Catch Bangladesh এর উপস্থাপনায় এবং মিশন গ্রিন বাংলাদেশ ও জেসিআই ঢাকা মেট্রোর যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের সহযোগিতা করছে সানফাই ফার্নিচার। স্ট্রাটেজিক পার্টনার হিসেবে থাকছে বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (CAPS), অ্যাকশন ফর বেটার ক্লাইমেট, স্বপ্ন ৭১ প্রকাশন। সহ-আয়োজক হিসেবে থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটি, হেল্প দ্যা ফিউচার, বিডিইনভায়রনমেন্ট ডটকম, ইয়ুথ প্লাটফর্ম ফর সাসটেইনএবল ডেভোলপমেন্ট। নলেজ পার্টনার হিসাবে আছে দ্যা আর্থ, বাংলাদেশ ইয়ুথ সোসাইটি।
এনএ/