|| জহিরুল ইসলাম মারুফ ||
রাজধানীর জামিয়া ইসলামিয়া দারুল উলুম দিলু রোড মাদরাসার দস্তারবন্দী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ।
শনিবার (২৮ ডিসেম্বর) বিকেল ৩টায় মাদরাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হবে।
জামিয়ার প্রিন্সিপাল মুফতি সালাহউদ্দিনের সভাপতিত্বে প্রধান মেহমান থাকবেন ফেনী ওলামা বাজার মাদরাসার মুহতামিম মাওলানা নুরুল ইসলাম আদিব। প্রধান অতিথি থাকবেন জামিয়া মাদানিয়া বারিধারার শাইখুল হাদিস মাওলানা ওবায়দুল্লাহ ফারুক।
এছাড়া আরও উপস্থিত থাকবেন মুফতি আব্দুস সালাম (প্রধান মুফতি-ফরিদাবাদ মাদরাসা), মাওলানা যিকরুল্লাহ খান (মুহাদ্দিস-ফরিদাবাদ মাদরাসা ও শায়খুল হাদিস-অত্র জামিয়া), মুফতি হাসান জামিল (শায়খুল হাদিস-অত্র জামিয়া), মুফতি আরিফ বিন হাবিব (শায়খুল হাদিস-জামিয়া শরীফিয়া লালবাগ, ঢাকা), মুফতি মোহাম্মদ আব্দুল্লাহ কাসেমী (প্রেসিডেন্ট-আন নূর কালচারাল সেন্টার, নিউইয়র্ক)।
এনএ/