গঠনতন্ত্র বহির্ভূত কর্মকান্ডে লিপ্ত হওয়ায় রাজধানীর 'জামিয়া শারইয়্যাহ মালিবাগ' এর সাবেক ছাত্র মুয়াজ বিন নুরের সনদ বাতিল ও বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।
রবিবার (২২ ডিসেম্বর) সকালে দফতরে ইহতিমামে এক বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করেন প্রতিষ্ঠানটির শিক্ষকরা।
বৈঠকে জানানো হয়, দেশের ঐতিহ্যবাহী দীনি শিক্ষা প্রতিষ্ঠান 'জামিয়া শারইয়্যাহ মালিবাগ'-এর গঠনতন্ত্র মোতাবেক অত্র জামিয়ার প্রতিটি ছাত্র-শিক্ষক আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকিদা-বিশ্বাস ও চিন্তা-চেতনার পূর্ণ ধারক-বাহক হওয়া এবং উলামায়ে দেওবন্দ-এর মাসলাক ও মাশরাব (পথ-মত ও নীতি-আদর্শ)-এর পূর্ণাঙ্গ অনুসারী হওয়া অত্যাবশ্যক।
কিন্তু সাম্প্রতিক সময়ে জামিয়ার পরিচয় বহনকারী 'মুয়াজ বিন নূর'-কে আদর্শ বিচ্যুত তাবলিগ জামাতের এ অংশটির ভ্রান্ত মতাদর্শ ধারণ করত তাদের নেতৃত্ব দিতে দেখা গিয়েছে, যা অত্যন্ত দুখঃজনক। এরই পরিপ্রেক্ষিতে সকল আসাতিযায়ে কেরামের সম্মিলিত সিদ্ধান্ত মোতাবেক জামিয়ার দফতরে ইহতিমাম হতে এ মর্মে ঘোষণা করা হচ্ছে যে, অত্র জামিয়া হতে উপরোক্ত পরিচয় বহনকারী 'মুয়াজ বিন নূর'-এর ছাত্রত্ব ও সনদ বাতিল করা হলো। অদ্য হতে ছাত্রত্বসহ কোনো ক্ষেত্রেই সে 'জামিয়া শারইয়্যাহ মালিবাগ' -এর পরিচয় দেয়ার নৈতিক অধিকার রাখে না।
উল্লেখ্য, মুয়াজ বিন নূর ২০১০ সালে 'জামিয়া শারইয়্যাহ মালিবাগ' থেকে তাকমিল জামাত সমাপ্ত করেন।
এনএ/