মো. সাখাওয়াত হোসেন, ফরিদপুর
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাংলাদেশ খেলাফত মজলিস ভাঙ্গা উপজেলা শাখার যোগদান সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুর হকের নেতৃত্বের প্রতি আস্থা রেখে এলকার প্রায় ৫শতাধিক আলেম-ওলামাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মজলিসের পক্ষে কাজ করার অঙ্গীকার করেন।
শুক্রবার রাতে পৌরসভার ৫নং ওয়ার্ডের আতাদী মধ্যপাড়া বায়তুন নূর জামে মসজিদ মাদরাসা চত্বরে সভা অনুষ্ঠিত হয়।
মাওলানা মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে ও মাওলানা ইসরাফিলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসাইন, বিশেষ অতিথি ছিলেন মাওলানা মো. মিজানুর রহমান ফরিদী, বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতী আবু নাসির, মারকাজুন নূর ক্যাডেট মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ ক্বারী মাহাবুবুর রহমান, নুর ইসলাম মাতুব্বর, মুফতী ফরহাদ হোসাইনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, "বাংলাদেশ খেলাফত মজলিস" গুম-খুনের রাজনীতি বিশ্বাস করে না বলেই মানুষ আমাদের এই দলকে পছন্দ করে প্রতিদিন শতশত লোক বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করছে।
তিনি আরও বলেন, আমি আজ আপনাদের সাথে পরিচয় হতে এসেছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাওলানা মামুনুল হকের মনোনীত রিক্সা প্রতীক নিয়ে নির্বাচন করতে যাচ্ছি। আপনারা আমাকে দোয়া করবেন। আপনাদের ভোটের মূল্যায়, আপনাদের মূল্যায়নে যেন আমি সঠিক ভাবে পালন করতে পারি সেজন্য আল্লাহ যেন তৌফিক দান করেন। আমি কারো সমালোচনা করবো না, আমি আপনাদের কাছে রিক্সা মার্কায় ভোট চাই। আপনাদের সুস্থতা কামনা করছি। আবার আপনাদের সাথে দেখা হবে, ইনশা আল্লাহ।
এনএ/