রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ ।। ৭ পৌষ ১৪৩১ ।। ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিরোনাম :

সাদপন্থী নেতা মুয়াজের ৩ দিনের রিমান্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দানে হামলার ঘটনার মামলায সাদপন্থী নেতা মুয়াজ বিন নূরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আলমগীর আল মামুন শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। বলেন, মাওলানা সাদের অনুসারী নেতা মুয়াজ বিন নূরকে আদালতে নেয়া হয়। পরে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়। এ সময় শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে।

গত ১৮ ডিসেম্বর রাতে বিশ্ব ইজতেমার ময়দানে অবস্থানরত তাবলিগ জামাতের আলমে শুরাপন্থীদের ওপর সাদপন্থীরা হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ৩ জন নিহত ও শতাধিক আহত হন। পরে ১৯ ডিসেম্বর সন্ধ্যায় আলমে শুরাপন্থী নেতা এসএম আলম হোসেন বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা করেন। এতে ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকশ’ জনকে আসামি করা হয়। ওই মামলায় ১৯ ডিসেম্বর গভীর রাতে ঢাকার উত্তরা এলাকায় বাসা থেকে মুয়াজ বিন নূরকে গ্রেফতার করে পুলিশ।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ