বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ ।। ১১ পৌষ ১৪৩১ ।। ২৪ জমাদিউস সানি ১৪৪৬


জামি'আ আরাবিয়া দারুল উলূম দেওভোগ মাদরাসায় একাধিক পদে জনবল নিয়োগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নারায়ণগঞ্জ ফতুল্লায় অবস্থিত জামি'আ আরাবিয়া দারুল উলূম দেওভোগ মাদরাসায় একাধিক পদে জনবল নিয়োগ নিচ্ছে।

একজন সিনিয়র আবাসিক মুদাররিস, একজন নূরানী বিভাগের সিনিয়র উস্তায ও একজন প্রধান বাবুর্চি নিচ্ছে মাদরাসাটি।

আগ্রহী প্রার্থীদেরকে মুহতামিম বরাবর স্বহস্তে লিখিত আরবী ও বাংলা আবেদনপত্র, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের ফটোকপি ও এক কপি সদ্যতোলা ছবিসহ আগামী ৯ জানুয়ারি ২০২৫ ঈসায়ী বৃহস্পতিবার বাদ যোহর মাদরাসায় উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

আবাসিক সিনিয়র মুদাররিস পদে শর্তাবলী

১। বেফাক/হাইআতুল উলইয়া বোর্ড থেকে দাওরায়ে হাদিস মোমতাজ বিভাগে উত্তীর্ণ হতে হবে।

২। সুন্দর হস্তাক্ষরের অধিকারী হতে হবে।

৩। কমপক্ষে ৮/১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৪। মাদ্রাসার অভ্যন্তরীণ যেকোনো দায়িত্ব পালনের অভিজ্ঞতা/যোগ্যতা ও মনমানসিকতা থাকতে হবে।

৫। দাওরায়ে হাদিস পর্যন্ত যেকোনো কিতাব পড়ানোর যোগ্যতা থাকতে হবে।

নূরানী বিভাগের সিনিয়র উস্তায পদে শর্তাবলী

১। দাওরায়ে হাদিস পাশ ও নূরানী মুয়াল্লিম প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।

২। মানসম্পন্ন তেলাওয়াত ও সুন্দর লেখার অধিকারী হতে হবে।

৩। কমপক্ষে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স ৩০ ঊর্ধ্ব হতে হবে।

৪। বিভাগীয় প্রধানের অভিজ্ঞতা/যোগ্যতা থাকতে হবে।

প্রধান বাবুর্চি পদে শর্তাবলী

১। লেবাস/পোশাকে সুন্নাতের অনুসারী হতে হবে (মাদ্রাসা পড়ুয়া হলে অগ্রাধিকার দেয়া হবে)।

২। ন্যূনতম ১০ বছর কোন উল্লেখযোগ্য প্রতিষ্ঠানে রান্না করার অভিজ্ঞতা থাকতে হবে।

উল্লেখ্য, উপযুক্ত শর্তে মনোনীত প্রার্থীদের সম্মানী প্রতিষ্ঠানটির বেতন-ভাতা স্কেল অনুযায়ী নির্ধারণ করা হবে, যা সন্তোষজনক হবে বলে জানিয়েছে মাদরাসা কর্তৃপক্ষ।

যোগাযোগ: জামি'আ আরাবিয়া দারুল উলূম, দেওভোগ, নারায়ণগঞ্জ। প্রয়োজনে: ০১৭১২-৪১৮১১৩।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ