|| হাসান আল মাহমুদ ||
কওমি মাদরাসাসমূহের সম্মিলিত বোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর অধীন দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) পরীক্ষার ফলাফল আগামীকাল প্রকাশিত হতে যাচ্ছে।
সর্বোচ্চ অথরিটি বোর্ডটির অফিস ব্যবস্থাপক মু.অছিউর রহমান আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান মহোদয়ের আদেশক্রমে ইনশাআল্লাহ আগামীকাল সোমবার, ২৮ রমাযান, ৮ এপ্রিল দুপুর ১২টার পর ১৪৪৫ হিজরী/২০২৪ ঈসাব্দের দাওরায়ে হাদিস (তাকমীল) পরীক্ষার ফলাফল প্রকাশ পাবে।
ফলাফল প্রকাশ উপলক্ষ্যে আয়োজিত স্থায়ী কমিটির সভায় আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ এর মুহতারাম চেয়ারম্যান মুহিউসসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান সাহেব (দামাত বারাকাতুহুম) ফলাফল ঘোষণা করবেন।
সভায় পরীক্ষা মনিটরিং সেলের সদস্যবৃন্দ, পরীক্ষা উপকমিটির সদস্যবৃন্দ এবং নিরীক্ষকবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানান তিনি।
ফলাফল প্রকাশের পর নিচের লিংকে প্রবেশ করে ব্যক্তিগত ও মাদরাসার ফলাফল দেখা যাবে :
https://hems.alhaiatululya.org
https://hems.alhaiatululya.org/exam-result
তিনি আরো জানান, সকল মাদরাসার অ্যাডমিন নিজ নিজ আইডিতে প্রবেশ করে স্ব স্ব মাদরাসার ফলাফল প্রিন্ট করতে পারবেন।
বোর্ড অ্যাডমিনগণও নিজ নিজ আইডিতে প্রবেশ করে স্ব স্ব অধিভুক্ত সকল মাদরাসার ফলাফল দেখতে ও প্রিন্ট করতে পারবেন, ইন-শা-আল্লাহ।
হাআমা/