চব্বিশের জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী বিভিন্ন শ্রেণীর অবদানের সাথে ৭০ এর অধিক শাহাদাত বরণকারী মাদরাসা শিক্ষার্থীদের সাহসিকতার কথা তুলে ধরার আহ্বান জানিয়েছেন বৃহত্তর উত্তরা উলামা পরিষদের নেতৃবৃন্দ।
আজ বুধবার (২২জানুয়ারি) সন্ধ্যায় সংগঠনের সভাপতি মাওলানা কামালুদ্দিন ও সেক্রেটারি মুফতি নেয়ামতুল্লাহ আমিনের সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
বিজ্ঞাপ্তিতে বলা হয়, পতিত প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার হোক- তা আমরা চেয়েই আসছি। কিন্তু এখনো তা বাস্তবায়নের তেমন উল্লেখযোগ্য কোন দৃশ্য আমাদের দৃষ্টিগোচর হচ্ছে না। আমরা দেখছি ফ্যাসিস্টের দোসররা বুকটান করে আমাদের সামনে দিয়ে হাঁটছে। বিভিন্নভাবে বিভিন্নজনকে হুমকি ধমকি দিচ্ছে। ফ্যাসিস্ট সরকার বিভিন্ন শ্রেণি- পেশার মানুষকে গুম, খুন, নির্যাতন করে দেশে একধরনের ভীতির রাজত্ব কায়েম করেছিলো। এসব কারণে যদি তাদের বিচার না হয়, তাহলে ভবিষ্যতে এরকম ফ্যাসিবাদের আবারও জন্ম হতে পারে। ভবিষ্যতে ফ্যাসিবাদমুক্ত দেশ গড়তে শেখ হাসিনার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত বলেও বিবৃতি উল্লেখ করা হয়।
এ সময় ভারতীয় আগ্রাসন মোকাবিলায় ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো রক্তচক্ষুর পরোয়া করা হবে না বলে জানান নেতৃবৃন্দ।
হাআমা/