বুধবার, ২২ জানুয়ারি ২০২৫ ।। ৮ মাঘ ১৪৩১ ।। ২২ রজব ১৪৪৬

শিরোনাম :
চারদিনের রিমান্ডে সাবেক এমপি ড. আবু রেজা নদভী শ্রীমঙ্গলে কুদ্দুছিয়া মহিলা মাদরাসার খতমে বুখারী অনুষ্ঠানে পীর সাহেব বরুণা পাকিস্তান থেকে খেজুরসহ ফল আমদানি কর‌তে চান বাংলাদেশি ব্যবসায়ীরা বিএনপির সাথে খেলাফত মজলিসের ৭ বিষয়ে আন্তদলীয় সংলাপ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় হবে : বিএনপি হবিগঞ্জের মাধবপুর কওমি মাদরাসা ঐক্য পরিষদের সভাপতি মুফতি রফিকুল ইসলাম আল মাদানী আসিফ নজরুলের আশ্বাসে মালয়েশিয়ায় যেতে ইচ্ছুকদের আন্দোলন স্থগিত বাংলাদেশে সফররত মাওলানা আরশাদ মাদানির সফরসূচি বিজিবি-বিএসএফ সৌজন্য সাক্ষাৎ : সীমান্ত নিয়ে গুজব ছড়ানো যাবে না নির্বাচনে ফিরতে পারবে না আওয়ামী লীগ: শফিকুল আলম

আল্লামা মাহমুদুল হাসানকে উপদেষ্টা করে হেফাজতের ১৭ সদস্যের খাস কমিটি ঘোষণা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাক ও সর্বোচ্চ অথরিটি আল-হাইআতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানকে উপদেষ্টা করে হেফাজতে ইসলাম বাংলাদেশের ১৭ সদস্য বিশিষ্ট মজলিসে খাসের কমিটি কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সংগঠনটির প্রচার সম্পাদক মুফতি কেফায়তুল্লাহ আজহারী আওয়ার ইসলামকে তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরী দা.বা. গত ২১ সেপ্টেম্বর ২০২৩ চট্টগ্রাম-এ অবস্থিত জামিয়া ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদ্রাসায় অনুষ্ঠিত হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর সম্প্রসারিত নবগঠিত মজলিসে আমেলার প্রথম সভায় সর্বসম্মত সিদ্ধান্ত ও ঘোষনার আলোকে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, সেই সিদ্ধান্ত মোতাবেক হেফাজতে ইসলাম বাংলাদেশের এক নম্বর উপদেষ্টা হিসেবে আল-হাইআতুল উলয়া লিল- জামি'আতিল কওমিয়া বাংলাদেশ-এর চেয়ারম্যান আল্লামা মাহমূদুল হাসান দা.বা. কে মনোনীত করা হয়েছে। এবং একই সঙ্গে ১৭ সদস্য বিশিষ্ট হেফাজতে ইসলাম বাংলাদেশের মজলিসে খাসের কমিটি ঘোষণা করা হয়।

নতুন এই কমিটিতে রয়েছেন : আল্লামা শায়েখ সাজেদুর রহমান, মুফতি জসীম উদ্দিন, মাও. মাহফুজুল হক, মাও. মুহিউদ্দীন রাব্বানী, মাও. বাহাউদ্দীন জাকারিয়া, মাও. আইয়ুব বাবুনগরী, মাও. নাজমুল হাসান কাসেমী, অধ্যাপক ড. আহমদ আ. কাদের, মাও. হাবিবুল্লাহ মিয়াজী, মাও. জুনায়েদ আল হাবীব, মাও. আজিজুল হক ইসলামাবাদী, মাও. খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাও. মীর ইদরিস, মাও. আতাউল্লাহ আমীন, মাও. মুফতি বশীরুল্লাহ, মুফতি মুনীর কাসেমী, মুফতি কেফায়তুল্লাহ আযহারী।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ