প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় রাজধানীর রমনা থানায় দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন নামঞ্জুর করেছেন আদালত।
বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে রমনা থানার এ মামলাসহ দুটিতে জামিন শুনানির দিন ধার্য ছিল।
এর মধ্যে পল্টন থানার এক মামলায় জামিন দেন আদালত। তবে রমনা থানার মামলায় তার জামিন নামঞ্জুর করে আদেশ দেওয়া হয়।
তাই আপাতত আমীর খসরুর মুক্তি মিলছে না বলে জানান তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ।
এর আগে, গত ১৭ জানুয়ারি তাকে দুটি মামলায় জামিন দেন আদালত। এরপর ১৮ জানুয়ারি মোট ৮ মামলায় আমীর খসরুর পক্ষে করা জামিন আবেদনের শুনানির দিন ধার্য ছিল। এর মধ্যে ওইদিন চারটিতে তাকে জামিন দেন।
তবে বাকি চার মামলার মূল নথি মহানগর দায়রা জজ আদালতে থাকায় শুনানির জন্য ২১ জানুয়ারি দিন ধার্য করেন আদালত। ওইদিন আরও দুই মামলায় তাকে জামিন দেওয়া হয়। বাকি দুই মামলার একটিতে আজ জামিন পেলেও অপরটিতে জামিন নামঞ্জুর হয়।
এনএ/