|| হাবিব মাহমুদ ||
নবনিযুক্ত শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল (এমপি) এর সাথে শিক্ষা এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সাক্ষাৎ করেছেন আলেমদের একটি প্রতিনিধি।
আজ শনিবার (২০ জানুয়ারি) বিকেল ২টায় জি সি মোড় প্রিমিয়াম ইউনিভার্সিটি চট্টগ্রাম শিক্ষামন্ত্রীর কার্যালয় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক বিষয়ে মুফতি হারুন ইজহার জানান, শিক্ষামন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী নওফলের সাথে সৌজন্যে সাক্ষাতে শিক্ষা এবং ট্রান্সজেন্ডার বিষয়ে একাধিক ফাইলে বিস্তারিত প্রতিবেদন পেশ করা হয়। দীর্ঘ বৈঠকে তিনি আমিরে হেফাজত আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সালাম গ্রহণ করেন এবং সৌহার্দপূর্ণ পরিবেশে আলাপচারিতা করেন। মৌলিক অনেক গুলো বিষয়ে একাত্মতা পোষণ করেন। পরবর্তী শীর্ষ পর্যায়ে আরো আনুষ্ঠানিক বৈঠকের আগ্রহ প্রকাশ করেন।
উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও হাটহাজারী মাদরাসার মুহাদ্দিস মাওলানা আশরাফ আলী নিজামপুরী, যুগ্ম মহাসচিব মাওলানা নাসীর উদ্দিন মুনির, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা কামরুল কাসেমী, হাটহাজারী উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আসাদুল্লাহ আসাদ, মাওলানা জিহাদুল ইসলাম, মাওলানা জিয়াউর রহমান ফারুকী প্রমূখ ওলামায়ে কেরাম ।
এনএ/