বুধবার, ২২ জানুয়ারি ২০২৫ ।। ৮ মাঘ ১৪৩১ ।। ২২ রজব ১৪৪৬

শিরোনাম :
মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের কারওয়ান বাজারে অবস্থান জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সারজিস বাংলাদেশ বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকি, সতর্কতা জারি শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে ‘রেড অ্যালার্ট’ জারির উদ্যোগ টঙ্গীতে নিসিদ্ধ পলিথিন কারখানা সিলগালা, দুই লক্ষ টাকা জরিমানা আসামি ধরতে গিয়ে হামলার শিকার, হাসপাতালে ৩ ডিবি পুলিশ সীমান্ত বিরোধে না জড়ানোর পরামর্শ মমতা ব্যানার্জীর মালয়েশিয়া ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎ শহীদ ইকবাল বিন ইয়াকুব রহ. ছিলেন ইসলামী আন্দোলনের নিবেদিতপ্রাণ বাংলাদেশে এসেছেন দেওবন্দের উস্তাযুল হাদীস মুফতি মোহাম্মদ আফজাল কাইমুরী 

নাশকতার ৪ মামলায় জামিন পেলেন আমীর খসরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

নাশকতার অভিযোগে রাজধানীর রমনা ও পল্টন থানার পৃথক চার মামলায় জামিন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে শুনানি শেষে এসব মামলায় তার জামিন মঞ্জুর করেন।

এদিন দুপুরে আদালতে নেওয়া হয়  আমীর খসরু মাহমুদ চৌধুরীকে। আজ রমনা ও পল্টন থানার পৃথক আট মামলায় তার গ্রেপ্তার ও জামিন শুনানির দিন ধার্য ছিল। এর মধ্যে চার মামলায় তার জামিন মঞ্জুর হলেও বাকি চার মামলার শুনানি হয়নি।

আমীর খসরু মাহমুদ চৌধুরীর আইনজীবী জয়নাল আবেদিন মেজবাহ গণমাধ্যমকে জানান, আটটি মামলার মধ্যে চারটি পল্টন ও চারটি রমনা থানায় দায়ের করা। এর মধ্যে রমনার দুটি ও পল্টনের দুটিতে তিনি আজ জামিন পেলেন। বাকি চারটি মামলার নথি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে থাকায় সেগুলোর শুনানি আজ হয়নি। সেই নথি আসার পর এই চার মামলার শুনানি হবে।

এর আগে বিএনপির ২৮ অক্টোবরের সমাবেশে নেতাকর্মীদের সহিংসতা ও পুলিশ সদস্য হত্যা মামলায় গ্রেপ্তার করা হয় আমীর খসরুকে। এরপর গত ৩ নভেম্বর তাকে আদালতে হাজির করা হয়। এ মামলায় ছয়দিনের রিমান্ড শেষে গত ১০ নভেম্বর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। 

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ