সোমবার, ১৪ এপ্রিল ২০২৫ ।। ১ বৈশাখ ১৪৩২ ।। ১৬ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
আবাসন নির্মাতাদের স্বার্থেই ওয়াকফ আইন সংশোধন: মাওলানা মাহমুদ মাদানী ভারতে ওয়াকফ আইন পাসের পর গুঁড়িয়ে দেওয়া হলো মাদরাসা জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের বর্ণাঢ্য শোভাযাত্রা ইরানের প্রতিরক্ষা নীতি ও পশ্চিমা হুমকি: যুদ্ধ কি অবশ্যম্ভাবী? নিজ নির্বাচনী এলাকায় সক্রিয় জমিয়ত নেতা ড. মাওলানা শুয়াইব আহমদ লাখো তরুণের কর্মসংস্থানের স্বপ্ন দেখছে আস-সুন্নাহ ফাউন্ডেশন শাহরাস্তির ৬ বছরের শিশু ফারহানের সন্ধান চান বাবা রক্তের শেষ বিন্দু পর্যন্ত ফিলিস্তিনিদের পাশে থাকব: মাওলানা ফজলুর রহমান শান্তির দেশ চাই, হানাহানি চাই না: সেনাপ্রধান ‘এক্সেপ্ট ইজরায়েল’ পুনর্বহাল করায় সরকারকে অভিনন্দন ‘ইন্তিফাদা ফাউন্ডেশন’র

দেওবন্দে অনুষ্ঠিত হলো বুখারির শেষ সবক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আজ শনিবার স্থানীয় সময় সকাল এগারটায়  কওমি মাদরাসার আদর্শিক প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ মাদরাসার খতমে বুখারি অনুষ্ঠিত হয়েছে। শেষ সবক প্রদান করেছেন, মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদীস আল্লামা আবুল কাসেম নোমানি।

বুখারি শরীফ খতম উপলক্ষে তিনি ছাত্রদের বিশেষ দুইটা নসিহত করেছেন।

এক. যদি আমরা সুন্নতের উপর আমল করি তাহলে বুখারি শরিফ আমাদের পক্ষে দাঁড়াবে। অন্যথায় আমাদের বিপক্ষে দাঁড়াবে। দুই. ইখলাসের সাথে আল্লাহর রাস্তায় কাজ করতে হবে। শুধু দুনিয়াকে উদ্দেশ্য বানানো যাবে না।

সেখানে আমাদের প্রচলিত নিয়ম থেকে ভিন্নভাবে বুখারি শরিফ খতম করা হয়। বুখারি শরিফের প্রথম খন্ডের শেষ হাদিসের মাধ্যমে। অন্যান্য দিনের মত স্বাভাবিকভাবে শেষ হাদিস পড়া হয়। বুখারী শরিফ শেষ করে দোয়া করা হয়।  এছাড়াও আজ 'তিরমিজি সানি' কিতাবও খতম হয়েছে মাদরাসায়।

অনুষ্ঠানে মাদরাসার অন্যান্য উসতাদগণ উপস্থিত ছিলেন।  এলাকার সাধারণ মুসলমান, আলেম, নারী, শিশুরাও অনুষ্ঠানে উপস্থিত হন বরকত হাসিলের উদ্দেশ্যে। নারীরা মূল দরসগাহের বাইরে অবস্থান করেন। সেখানে সাউন্ড সিস্টেম করা হয় তাদের জন্য।

এমএইচ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ