সোমবার, ১৪ এপ্রিল ২০২৫ ।। ১ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
ইরানের প্রতিরক্ষা নীতি ও পশ্চিমা হুমকি: যুদ্ধ কি অবশ্যম্ভাবী? নিজ নির্বাচনী এলাকায় সক্রিয় জমিয়ত নেতা ড. মাওলানা শুয়াইব আহমদ লাখো তরুণের কর্মসংস্থানের স্বপ্ন দেখছে আস-সুন্নাহ ফাউন্ডেশন শাহরাস্তির ৬ বছরের শিশু ফারহানের সন্ধান চান বাবা রক্তের শেষ বিন্দু পর্যন্ত ফিলিস্তিনিদের পাশে থাকব: মাওলানা ফজলুর রহমান শান্তির দেশ চাই, হানাহানি চাই না: সেনাপ্রধান ‘এক্সেপ্ট ইজরায়েল’ পুনর্বহাল করায় সরকারকে অভিনন্দন ‘ইন্তিফাদা ফাউন্ডেশন’র পয়লা বৈশাখে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা আগামীকাল নববর্ষ উপলক্ষে ‘জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র’র বর্ণাঢ্য উৎসব নাটোরে কওমি শিশু শিক্ষার্থীর আত্মহত্যা 

শিল্প গ্যাসের নতুন মূল্য ঘোষণা আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শিল্পকারখানার জন্য গ্যাসের নতুন মূল্য আজ রোববার বিকেলে ঘোষণা করা হবে।

বিইআরসির তথ্যমতে, শিল্প গ্রাহকরা বর্তমানে প্রতি ঘনমিটার গ্যাসের জন্য ৩০ টাকা বিল দিচ্ছেন। এখন যেসব শিল্প চালু রয়েছে তারা এই দরেই গ্যাস পাবেন। আর নতুন সংযোগের ক্ষেত্রে বিল ৪০ থেকে ৪৫ টাকা হতে পারে।

 

বিদ্যমান গ্রাহকদের দর (শিল্প ও ক্যাপটিভে গ্যাসের দাম যথাক্রমে ৩০ ও ৩১.৭৫ টাকা) অপরিবর্তিত রেখে নতুন ও প্রতিশ্রুত গ্রাহকদের দাম বাড়ানোর প্রস্তাব করেছিল পেট্রোবাংলা। প্রতিশ্রুত গ্রাহকদের (ইতোমধ্যে অনুমোদিত) অর্ধেক বিল বিদ্যমান দরে, অর্ধেক ৭৫.৭২ টাকা করার প্রস্তাব করা হয়। অন্যদিকে নতুন শিল্প ও ক্যাপটিভে গ্যাসের দাম যথাক্রমে ৩০ ও ৩১.৭৫ টাকা থেকে বাড়িয়ে ৭৫.৭২ টাকা করা।

 

পেট্রোবাংলার দাম বৃদ্ধির প্রস্তাবের ওপর ২৬ ফেব্রুয়ারি শুনানি গ্রহণ করে বিইআরসি। পেট্রোবাংলা তাদের প্রস্তাবে বলেছে, দাম না বাড়ালে বছরে প্রায় ১৬ হাজার কোটি টাকা ঘাটতি হবে। পেট্রোবাংলার সেই প্রস্তাব নিয়ে সমালোচনার ঝড় ওঠে। শুনানিতেও ব্যবসায়ী ও ব্যবসায়ী সংগঠনের নেতারা তীব্র আপত্তি তোলেন। বিশেষ করে শিল্পে দুই ধরনের দর করার বিরোধিতা করেন সবাই।

 

শুনানিতে অনেকেই শিল্পে দুই ধরনের দরের বিষয়ে আপত্তি করেন। তারা বলেছেন, বিদ্যমান শিল্প বিদ্যমান দরে, আর নতুন শিল্পের জন্য বাড়তি দাম নির্ধারণ করা হলে অসম প্রতিযোগিতা তৈরি হবে।

এনএইচ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ