ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলা ও গণহত্যা বন্ধে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ। সমাবেশে মুক্ত–স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের সার্বভৌমত্ব নিশ্চিত করতে এবং ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে উৎখাত করতে আরব বিশ্বের প্রতি আহ্বান জানানো হয়।
আজ সোমবার জোহরের নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ হয়। সেখানে বক্তব্য দেন ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নেতারা। সমাবেশ শেষে মিছিল বের হয়। মিছিলটি মসজিদ গেট থেকে পল্টন, প্রেসক্লাব, মৎস্য ভবন ও শাহবাগ হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
সমাবেশে ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ফিলিস্তিনে শান্তির উদ্যোগ নিতে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূসের খ্যাতি রয়েছে। আমরা চাই, আপনি বিশ্ববাসীকে বলুন, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। যুদ্ধ বন্ধ করে ফিলিস্তিনকে শান্তির আবাদভূমিতে পরিণত করতে চাই। এই বার্তা বিশ্ববাসীর কাছে ড. ইউনূসের মাধ্যমে পৌঁছে দেওয়ার আমরা আহ্বান জানাই।’
ফিলিস্তিন থেকে যাঁদের উচ্ছেদ করা হয়েছে, তাঁদের পুনর্বাসনের জন্য বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান ইসলামী আন্দোলনের এই নেতা।
ইসলামী যুব আন্দোলনের ঢাকা মহানগর সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম বলেন, কূটনৈতিকভাবে আর শান্তিপূর্ণ উপায়ে আল-আকসা আর ফিলিস্তিনের সমস্যার সমাধান সম্ভব নয়। অতএব আরব বিশ্ব, ওআইসি ও জাতিসংঘকে অনতিবিলম্বে জরুরি বৈঠক ডেকে মুক্ত–স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের সার্বভৌমত্ব নিশ্চিত করতে এবং ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে উৎখাত করতে হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন বলেন, এই জাতিসংঘের ওপর কোনো আস্থা নেই, এই জাতিসংঘ যুক্তরাষ্ট্রের ইশারায় চলে, ইসরায়েলের নির্দেশনায় চলে। কাজেই যে জাতিসংঘ যুক্তরাষ্ট্রের মদদে চলে, সে জাতিসংঘ মানুষ চায় না। তিনি বলেন, ‘আমরা মুসলিম জাতিসংঘ চাই, যার মাধ্যমে আমরা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে চাই।’
মিছিলপূর্ব সমাবেশে আরও বক্তব্য দেন ইসলামী যুব আন্দোলনের সহকারী মহাসচিব আহমদ আবদুল কাইয়ুম, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক রেজাউল করিম আবরার, ইসলামি বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান প্রমুখ।
এনএইচ/