আ.স.ম আল আমিন: জাহান্নাম আবাসস্থল হিসেবে খুবই নিকৃষ্ট জায়গা। তার কথা শুনলে সকলের পশম দাঁড়িয়ে যায়, এই নিকৃষ্ট জায়গা কেমন হবে এবং তার গভীরতা কেমন হবে তা নিয়ে আমাদের সকলের কল্পনায় আসে।
জাহান্নামের গভীরতা সম্পর্কে হাদিসে এসেছে, রাসূল সা: বলেছেন বড় একটি পাথর জাহান্নামের কিনারা থেকে জাহান্নামে ফেলে দেয়া হয়। অতপর তা সত্তর বছর পর্যন্ত নীচের দিকে পড়তে থাকে, তবুও জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছতে পারেনি। ( তিরমিজি:২৫১৩) অন্য হাদিসে ইরশাদ হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রা. থেকে বর্নিত।
তিনি বলেন, রাসূল সা: মাথার খুলির মতো কোন একটি জিনিসের দিকে ইঙ্গিত করে বলেছেন। যদি এটার মতো একটা সিসা আসমান থেকে পৃথিবীর দিকে ছেড়ে দেয়া হয়, তাহলে তা রাত হওয়ার পূর্বেই পৃথিবীতে পৌঁছে যাবে। অথচ আসমান ও যমীনের মাঝের দূরত্ব হল পাঁচশত বছরের রাস্তা। কিন্তু যদি সিসা জাহান্নামের শিকলের মাথা থেকে ছেড়ে দেয়া হয় ( যা দ্বারা জাহান্নামীদেরকে বাঁধা হবে) তবে তা রাত-দিন অতিক্রম করতে করতে এভাবে চল্লিশ বছর অতিক্রম করলেও তা শিকলের গোড়ায় অথবা শিকলের শেষ প্রান্তে পৌঁছতে পারবেনা। ( তিরমিজি : ২৫২৬)
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করুক।
-এসআর