বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


নাটোরে ট্রাক-অটোভ্যানের সংঘর্ষে দুই চালক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুরে ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক এবং ট্রাক চালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে পাবনা-নাটোর মহাসড়কের কদিমচিলান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ভ্যানচালক আলফু থান্দার (৫৫) নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার ধানাইদহ গ্রামের এসার উদ্দিনের ছেলে এবং নিহত ট্রাকচালক মোস্তাকিন (২৫) বাগেরহাট জেলার কচুয়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ভ্যানচালক আলফু থান্দা ব্যাটারিচালিত একটি ভ্যান নাটোর-পাবনা মহাসড়ক হয়ে কয়েনবাজারের দিকে যাচ্ছিলে। পাবনা থেকে ছেড়ে আসা মালবোঝাই একটি ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল। এসময় ব্যাটারি চালিত অটোভ্যান উপজেলার কদিমচিলান এলাকায় পৌঁছালে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোভ্যান চালক নিহত হয়। এসময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে ট্রাক চালক গুরুতর আহত হন। এসময় অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এরপর ফায়ার সার্ভিসের কর্মী এসে চালকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বনপাড়া হাইওয়ে থানা পুলিশের কর্মকর্তা (ওসি) মো. ইসমাঈল হোসেন বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে দুইজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ