নওগাঁ প্রতিনিধি
ঢাকার পিলখানা ২০০৯ সালে বিডিআর বিদ্রোহের নামে হত্যার ঘটনায় চাকরিচ্যুতদের পুনর্বহাল, কারাবন্দিদের মুক্তি ও হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে নওগাঁয় মানববন্ধন হয়েছে। বুধবার সকাল ১১টায় শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সড়কের পাশে ‘বিডিআর কল্যাণ পরিষদ’ নওগাঁ জেলা শাখার ব্যানারে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা ও পরিবারের স্বজনরা এই মানববন্ধন করেন।
সমন্বয়কারী দেলোয়ার হোসেনের নেতৃত্বে মানববন্ধনে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা নিজেদের নির্দোষ দাবি করে বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও তার দোসরদের চক্রান্তে বিডিআর বিদ্রোহের নাটক সাজানো হয়। সেনা অফিসারদের নির্মমভাবে হত্যার পর নির্দোষ সৈনিকদের চাকরিচ্যুত ও সাজা দিয়ে লোক দেখানো তদন্তের নামে ঘটনার ধামাচাপা দেওয়া হয়। চাকরিচ্যুতির পর বিডিআর সদস্যরা পরিবার নিয়ে বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন। দ্রুত সমাধানের ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।
কারাবন্দী বিডিআর সদস্যের সন্তান মৌসুমি বলেন, আমার বাবাকে গ্রেফতার করা হয় হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে। কিন্তু আমার বাবা এর সাথে জড়িত ছিল না। বিগত ১৬ বছর আমি আমার বাবার আদর ও স্নেহ থেকে বঞ্চিত। আমার বাবাসহ যারা এখনো জেলখানায় বন্দী আছেন, তাদের দ্রুত মুক্তি করে দেয়ার দাবি জানাই।
আরেক চাকরিচ্যুত বিডিআর সদস্যের মেয়ে রেশমা বলেন, আমার বাবা কোন অপরাধ করে নাই। তারপরও আমার বাবাকে চাকরিচ্যুত করা হয়েছে। আমাদের একটাই দাবি আমার বাবার মতো যারা কোন অপরাধ না করেও চাকরিচ্যুত করা হয়েছে, তাদের পুনরায় চাকরি দেওয়া হোক এবং যারা এসব হত্যার সাথে জড়িত তাদের বিচারের মুখোমুখি করে শস্তির আওতায় আনা হোক।