নড়াইল প্রতিনিধি
নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত এবং শহীদদের স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার দুপুরে সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) লিংকন বিশ্বাসের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন নড়াইল আর্মি ক্যাম্পের কমান্ডিং অফিসার লেফট্যানেন্ট কর্নেল শেখ শেফায়েত আব্দুল্লাহ, সিভিল সার্জন আব্দুর রশিদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম, জামায়াতে ইসলামীর জেলা আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক রাফায়েতুল হক তমাল, সদস্য সচিব শাফায়াত উল্লাহসহ অনেকে।
এছাড়া উপস্থিত ছিলেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, জেলা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ জাহাঙ্গীর আলম, জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি ওবায়দুল্লাহ কায়সারসহ অনেকে।
সভায় জুলাই ও আগস্ট মাসে ছাত্র-জনতার গণঅভ্যুথানে আহত এবং নিহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভার শুরুতে শহীদ পরিবারের সদস্য এবং আহতদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।