বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


১০ শর্তে ২৬ শিশুকে সংশোধনের সুযোগ দিলো আদালত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজশাহীতে ২৬ শিশু আসামিকে বিভিন্ন অপরাধের ৩০টি মামলায় সাজা না দিয়ে ভালো কাজ করাসহ ১০টি শর্তে বিকল্প পন্থায় সংশোধনের আদেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে রাজশাহীর শিশু আদালত-২ এর বিচারক মুহা. হাসানুজ্জামান এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে ২৫ জন ছেলে ও একজন ১ জন মেয়ে শিশু রয়েছে বলে রাজশাহীর শিশু আদালত-২ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নাসরিন আখতার মিতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মাদক পরিবহন, ধর্ষণচেষ্টা, যৌন নিপীড়ন, মারামারিসহ বিভিন্ন লঘুদণ্ডের মামলা ছিল ২৬ শিশুর বিরুদ্ধে। তাদের সবারই এটি প্রথম মামলা। তারা আর কোনো দিন এ ধরনের অপরাধে জড়াবে না বলে শপথ পাঠ করে। একইসঙ্গে তাদের ভালো কাজ করার নির্দেশ দিয়েছেন আদালত। আদেশ কার্যকরের বিষয়টি সমাজসেবা প্রবেশনারি কর্মকর্তাকে পর্যবেক্ষণ করতে বলা হয়েছে।

নাসরিন আখতার মিতা বলেন, বাংলাদেশে প্রথম একসঙ্গে এতো শিশুকে এই রকমের দণ্ড দেওয়া হলো। তাদের মানসিক পরিবর্তনের কারণেই এমন আদেশ দিয়েছেন আদালত।

রাজশাহী সমাজসেবা প্রবেশনারি কর্মকর্তা মতিনুর রহমান বলেন, আদালত একটি ভালো আদেশ দিয়েছেন। শিশুদের অপরাধের ধরন দেখে ভালো কাজ কী কী করবে সেটি ঠিক করতে বলেছেন। এছাড়া তাদেরকে মাদকে না জড়ানো, বাল্যবিবাহ না করা, মা-বাবার সঙ্গে সদ্ব্যবহার করা, মারামারিতে না জড়াতে বলেছেন। এটি একটি বিরল আদেশ। রাজশাহীতে প্রথম এই ধরনের আদেশ দেওয়া হলো। এখন তাদের মনিটরিং করা হবে।

-এসআর


সম্পর্কিত খবর