বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


বহিষ্কৃত যুবলীগ নেতা এনামুলের বিরুদ্ধে চার্জশিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বহিষ্কৃত যুবলীগ নেতা মো. এনামুল হকের বিরুদ্ধে চার্জশিটের অনুমতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অবৈধ সম্পদ অর্জন, তা ভোগ দখলে রাখা ও পাচারের অভিযোগ আনা হয় ক্যাসিনো মামলার অন্যতম এ আসামির বিরুদ্ধে।

সোমবার (৯ মে) সকালে দুদক এ চার্জশিট অনুমোদন করে। দ্রুত তা আদালতে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক।

মামলার অভিযোগপত্র থেকে জানা যায়, ক্যাসিনো সংক্রান্ত মামলায় অভিযুক্ত আসামি মো. এনামুল হক (আরমান) অবৈধ ভাবে ১২ কোটি ৪২ লাখ ৫৪ হাজার ৪২৮ টাকা মূল্যের অস্থাবর সম্পদ অর্জন করে সেটি ভোগ দখল করে আসছেন।

এর মধ্যে রয়েছে ১০ লাখ ৬৯ হাজার ৫১৪ সিঙ্গাপুর ডলার (বাংলাদেশি ৬ কোটি ৫৬ লাখ ২৫ হাজার ৩৭৯ টাকা) অবৈধ উপায়ে সিঙ্গাপুরে পাচার করেন এনামুল।

এর আগে এনামুল হকের বিরুদ্ধে প্রাথমিক তদন্তে মানি লন্ডারিং করার অপরাধ প্রমাণিত হয়। সেই সময় তার বিরুদ্ধে দুদক আইন-২০০৪ এর ২৭(১) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় চার্জশিট দাখিলের সুপারিশ করলে কমিশন তা মঞ্জুর করেন।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ