আওয়ার ইসলাম ডেস্ক: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে অতিরিক্ত যানবাহনের চাপে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট তৈরি হয়েছে। ফলে তীব্র গরমে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।
শুক্রবার (৬ মে) সন্ধ্যা থেকেই ঈদ উদ্যাপন শেষে যাত্রীর চাপে যানবাহনের যানজট দীর্ঘ হয়ে আজ শনিবার সকালে ১০ কিলোমিটার এলাকা ছাড়িয়ে যায়। এতে দীর্ঘ সময় দৌলতদিয়া- খুলনা মহাসড়কে যানজট চরম আকার ধারণ করে।
এ সময় যাত্রী ও যানবাহনের চাপে অপ্রতুল হয়ে পড়ে ফেরি ও লঞ্চ। বেলা বাড়ার সঙ্গে কড়া রোদে ভোগান্তি বেড়ে যায় আরও কয়েকগুণ। কাঁচামাল নিয়েও ঢাকাগামী ট্রাকের চালক ও ব্যবসায়ীরাও রয়েছে বিপাকে। এমন ভোগান্তিতে দিশাহারা ঢাকাই ফেরা মানুষ।
সাইফুল নামের এক যাত্রী জানান, শুক্রবার সন্ধ্যা রাজবাড়ীর যানজটে বসে আছি। দৌলতদিয়া আসতে ১২ ঘণ্টা সময় লেগেছে। এখানে প্রশাসনের কেউ নেই। এমন অবস্থায় ৩৩৩ অনেকে ফোন করেও কোনো ফল পাচ্ছে না।
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের বিআইডব্লিউটিসির ডিজিএম মো. শাহ খালেদ নেওয়াজ জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ২১টি ফেরি রয়েছে। সব ফেরি চলাচল করছে।
-এএ