বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
আঞ্জুমানে হেফাজতে ইসলামের জোড় ও শেখবাড়ি জামিয়ার মহাসম্মেলন আগামীকাল  হুমকির মুখে সাম্প্রদায়িক সম্প্রীতি, ইসলামি দলগুলোর উদ্বেগ আলেম ও মুসলিম নেতৃবৃন্দের বিশেষ ধন্যবাদ জানালেন উপদেষ্টা মাহফুজ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া আল্লাহকে রাজি-খুশি করতেই চরমোনাই মাহফিল প্রতিষ্ঠা হয়েছে: চরমোনাই পীর সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন মির্জা ফখরুল ইসলাম চাটমোহরে বিস্ফোরক মামলায় দুই আ.লীগ নেতা গ্রেফতার চরমোনাইয়ে চলছে আধ্যাত্মিক মিলন মেলা ঢাকায় চুরি হওয়া ১৩ মোবাইল নোয়াখালীতে উদ্ধার, যুবক গ্রেফতার চট্টগ্রামে আইনজীবী আলিফের জানাজা সম্পন্ন

এতেকাফের প্রয়োজনীয় মাসায়েল!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রহমত, বরকত ও মাগফিরাতের সওগাত নিয়ে এসেছে পবিত্র মাহে রমজান। মহান আল্লাহর পক্ষ থেকে মুমিনের জন্য শ্রেষ্ঠ উপহার এ মাস। দীর্ঘ এক মাস সিয়াম সাধনায় একজন মুমিন তাকওয়ার গুনে গুনাণ্বিত হতে পারে। হতে পারে রাসুল সা. এর শ্রেষ্ঠ একজন উম্মত। লাভ করতে পারে ইহকালীন ও পরকালীন প্রভূত কল্যাণ। আল্লাহ ও তাঁর রাসূলের বাতলানো পন্থা ও সাহাবায়ে কেরামের নমুনায় রমজান পালনেই তা সম্ভব।

আওয়ার ইসলাম পাঠকের জন্য মাহে রমজান জুড়ে “মাসায়েলে রমজান” শিরোনামে প্রতিদিন গুরুত্বপূর্ণ কিছু মাসায়েল পাঠকের সমীপে উপস্থাপন করা হবে। নিয়মিত মাসায়েল লিখছেন, শেখ জনূরুদ্দীন র. দারুল কুরআন মাদরাসা চৌধুরীপাড়ার ইফতা বিভাগের মুশরিফ মুফতি সাদেকুর রহমান।।



এতেকাফের পরিচয় : এতেকাফ একটি আরবি শব্দ।আভিধানিক অর্থ হল অবস্থান করা, সাধনা করা আবদ্ধ করা। শরীয়তের পরিভাষায়, এতেকাফের নিয়তে আল্লাহর নৈকট্য লাভের আশায় মসজিদে অথবা ঘরের নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে অবস্থান করাকে এতেকাফ বলে। ফাতওয়া শামী - পৃষ্ঠা -৪২৮।

এতেকাফ কয় প্রকার ও কি কি?
এতেকাফ তিন প্রকার ১.ওয়াজিব ২.সুন্নাতে মুয়াক্কাদা ৩.মুস্তাহাব বা নফল ওয়াজিব এতেকাফ কি?
ওয়াজিব এতেকাফ দুইভাবে হয় ১. মান্নত করার দ্বারা।

চাই তা কোন বস্তুর সাথে শর্তযুক্ত করে হোক। যেমন কেউ বলল আমার ছেলে যদি সুস্থ হয় তাহলে আমি একদিন এতেকাফ করব। অথবা কোন বস্তুর সাথে শর্তাযুক্ত না হোক। যেমন কেউ বলল আল্লাহর জন্য দশ দিন এতেকাফ করা আমার উপর ওয়াজিব।

২. সুন্নতে মুয়াক্কাদা এতেকাফ ভঙ্গ করলে ঐদিনের এতেকাফ কাজা করা ওয়াজিব। সুন্নতে মুয়াক্কাদা এতেকাফ কি?

রমজানের শেষ দশকে এতেকাফ করা সুন্নতে মুয়াক্কাদা আলাল কিফায়া। সুতরাং মহল্লার কিছু মানুষ এতেকাফ করলে সকলেই দায়মুক্ত হয়ে যাবে আর কেউ না করলে সকলেই এর দায়ভার বহন করবে।
উল্লেখ্য যে, এ দুইপ্রকার এতেকাফের জন্য রোজা রাখা শর্ত।

মুস্তাহাব বা নফল এতেকাফ কি? মুস্তাহাব বা নফল এতেকাফের জন্য নির্দিষ্ট কোন সময়সীমা নেই বরং তা এক মিনিট বা তার চেয়ে কম সময়ের জন্যও হতে পারে এবং এর জন্য রোজা রাখাও শর্ত নয়। এটা সকলেই করতে পারে।

তাই যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে এতেকাফের নিয়ত করে সে যতক্ষণ মসজিদে থাকবে ততক্ষণ সে এতেকাফের সওয়াব পাবে।এবং তার এ এতেকাফ নফল হিসেবে গন্য হবে।

এতেকাফের শর্ত :- ১. মুসলমান হওয়া ২. পাগল না হওয়া ৩. বুঝমান হওয়া, সুতরাং প্রাপ্ত বয়ষ্ক হওয়া শর্ত নয়। তাই অপ্রাপ্ত বয়স্ক বুঝমান হলেও তার এতেকাফ সহীহ হবে।

৪. শরয়ী মসজিদ হওয়া। যে মসজিদে এতেকাফ করবে সেখানে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে হওয়া জরুরি, চাই তা পান্জেগানা মসজিদ হোক বা জুমার মসজিদ হোক।

৫.ওয়াজিব বা সুন্নত এতেকাফের জন্য রোজা রাখা। ৬. মাসিক পিরিয়ড ও বাচ্চা প্রসব পরবর্তী পিরিয়ড থেকে মুক্ত থাকা।

উল্লেখ্য, এতেকাফ অবস্থায় গোসল ফরজ হলে এতেকাফ ভঙ্গ হবে না তবে খুব দ্রুত পবিত্র হওয়া আবশ্যক এবং এ অবস্থায় থাকা তার জন্য হারাম। ফতওয়া শামী -৪৩০।

১. সুন্নত এতেকাফের সময় কখন শুরু এবং কখন শেষ হয়? রমজানের ২০ তম তারিখের সূর্যাস্তের কিছুক্ষণ পূর্বে এতেকাফের সময় শুরু হয় এবং রমজানের ২৯ তম অথবা ৩০ তম তারিখে শাওয়ালের চাঁদ দেখা গেলে এতেকাফের সময় শেষ হয়ে যায়।

২. এতেকাফকারী কখন মসজিদে ঢুকবে এবং কখন এতেকাফ শেষ করে নিজ ঘরে ফিরবে? রমজানের ২০ তম তারিখ সূর্যাস্তের পূর্বে মসজিদে প্রবেশ করবে এবং শাওয়ালের চাঁদ দেখা গেলে মসজিদ থেকে নিজ ঘরে ফিরবে।

৩. মাল-সামান গুছাইতে সূ্র্যাস্তের সময় হয়ে গেলে কী করবে? সূর্যাতের কিছুক্ষণ পূর্বেই নিজে মসজিদে ঢুকে যাবে।মাল-সামান অন্য কারো দ্বারা নিয়ে আসবে। কারণ সূর্যাস্তের পর ঢুকলে সুন্নাত এতেকাফ আদায় হবনা। বরং তা নফল হয়ে যাবে।

৪. কীভাবে নিয়ত করলে সুন্নাত এতেকাফ আদায় হবে? পুরো দশদিন এতেকাফের নিয়ত করে মসজিদে ঢুকলে সুন্নাত এতেকাফ আদায় হবে। দশদিনের কম নিয়ত করলে সুন্নাত এতেকাফ আদায় হবে না।যদিও সে দশদিন পূর্ণ করে। ফাতওয়া শামী ৩/৪২৮-৪৩৪ ফাতওয়া আলমগিরি ১/২১১-২১২। জাওহারুল ফাতওয়া ১/২৮-৩১।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ