আওয়ার ইসলাম ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ, শিক্ষা সিলেবাসে ধর্মীয় শিক্ষা সংকোচন বন্ধ, অবাধে মদ পান ও বিক্রয়ের বিধিমালা বাতিলের দাবিতে জাতীয় মহাসমাবেশের ডাক দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম চরমোনাই পীর।
আগামী ১ এপ্রিল (শুক্রবার) বাদ জুমা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশের প্রতি সমর্থন জানিয়েছেন ১৯৯ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তান।
আজ বুধবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা বলেন, স্বাধীন সার্বভৌম বাংলাদেশে সিন্ডিকেটের কারসাজির মাধ্যমে দ্রব্যমূল্যের আকাশচুম্বী উর্ধগতি দেশে একদিকে নিরব দুর্ভিক্ষের হাতছানি দিচ্ছে। অপরদিকে শিক্ষা সিলেবাসে ধর্মীয় শিক্ষা সংকোচন এবং অবাধে মদ পান ও বিক্রয়ের বিধিমালা জাতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাবে। দেশ প্রেমিক মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা সরকারের এমন ইসলাম, দেশ ও মানবতা বিরোধী সিদ্ধান্ত কোনভাবেই মেনে নিতে পারে না।
বিবৃতিতে দেশ, ইসলাম ও মানবতা রক্ষায় ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ক্রয়ের দাবী আদায় ও শিক্ষা সিলেবাসে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করে পরীক্ষা নেয়া এবং অবাধে মদ পান ও বিক্রয়ের বিধিমালা বাতিলের দাবি আদায়ে চরমোনাই পীর আহুত আগামী ১ এপ্রিলের জাতীয় মহাসমাবেশ সফল করা দলমত নির্বিশেষে সকলের নৈতিক দায়িত্ব।
বিবৃতি দাতারা হলেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল ওয়াদুদ, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মহিউদ্দিন আর্মী, বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা আছমত আলী, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল করীম মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা মুহাব্বুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মীর মোশাররফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা হাজী জাহাঙ্গীর ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা জি এম কিবরিয়া, বীর মুক্তিযোদ্ধা গোলাম মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ও বীর মুক্তিযোদ্ধা নুরু মিয়াসহ অন্যান্য মুক্তিযোদ্ধা ।
মুক্তিযোদ্ধার সন্তানদের মধ্যে রয়েছেন, শহিদুল ইসলাম কবির, মুহাম্মাদ নুরুজ্জামান সরকার, মাওঃ আরিফ বিন মেহের উদ্দিন, মুফতী মোস্তাফিজুর রহমান, মুফতী আবদুল্লাহ আল মামুন, মোঃ ইয়াসিন আরাফাত, হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল, মোঃ মিজানুর রহমান, আতাউর রহমান রিয়াজ, আলহাজ্ব হাফেজ আবুল কালাম, হাসান আলী, মোঃ আল আমিন রিয়াজ, মোঃ আব্দুল কুদ্দুস, মোঃ মোয়াজ্জেম হোসেন তুহিন, মোঃ মোস্তাফিজুর রহমান, মাওঃ মাহমুদুল হাসান হিফজ,ডা. মোঃ আতাউর রহমান, মোঃ নজরুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ রেজাউল করীম, এইচ এম মিজানুর রহমান, বায়জিদ বিন আনোয়ার, মিজানুর রহমান চরমোনাই, মোঃ ফয়জুল করীম মোল্লা, মোঃ আলতাব হোসেন, হাফেজ মাওলানা ইছহাক আল আমিনসহ অন্যরা।
এনটি