।। আসাদুযযামান।।
দাওরা ফারেগীনদের জন্য হিফজ শিক্ষক প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদনপ্রাপ্ত হিসবুল মু’আল্লিমীন বাংলাদেশ।
রোববার (২০ মার্চ) থেকে হিফজ শিক্ষক কোর্সের ভর্তি শুরু হয়েছে। থাকা-খাওয়াসহ একমাস কোর্সের ভর্তি ফি ৫৬০০ টাকা । ২০ দিন কোর্সের ভর্তি ফি ৩৯০০ টাকা।
ক্লাস শুরু হবে আগামী ১ এপ্রিল (শুক্রবার) থেকে। চলবে পরবর্তী একমাস বা ২০দিন পর্যন্ত। প্রশিক্ষণ শেষে রয়েছে সনদ প্রদান এবং নিশ্চিত খেদমতের ব্যবস্থা।
কেন হিসবুল মু’আল্লিমীন এর প্রশিক্ষণ অনন্য ? এমন প্রশ্নের জবাবে হিসবুল মু’আল্লিমীন এর যুগ্ন-মহাসচিব ইবনে শাইখুল কুররা মাহমুদুল হাসান বলেন, আমাদের প্রশিক্ষণটি অগণিত হাফেজ ও কারী গড়ার কারিগর শাইখুল কুররা আল্লামা হুসাইন আহমদ হুজুরের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত। এ ছাড়াও আমাদের সেন্টারটি সরকারী রেজিস্ট্রার ভুক্ত হওয়ায় আমাদের সার্টিফিকেট দ্বারা ইসলামিক ফাউন্ডেশন এবং গণশিক্ষার যে কোন সরকারী পদে আবেদন করতে পারবেন ইনশাআল্লাহ।
যারা প্রশিক্ষণ দিবেন :
হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর সভাপতি, শাইখুল হুফফাজ ক্বারী আব্দুল হক, মারকাযুত তাহফিজ ফাউন্ডেশন এর চেয়ারম্যান, হাফেজ ক্বারী নেছার আহমাদ আন নাছিরী এবং হিসবুল মু’আল্লিমীন এর যুগ্ন-মহাসচিব ইবনে শাইখুল কুররা মাহমুদুল হাসান। এছাড়াও আরো প্রশিক্ষক হিসেবে থাকবেন আন্তর্জাতিক ক্বারী ও হাফেজগন।
হিফজ শিক্ষক কোর্সের সার্বিক তত্বাবধানে থাকবেন, হিসবুল মু’আল্লিমীন এর মহাসচিব ও মাসিক আদর্শ নারীর সম্পাদক, মুফতি আবুল হাসান শামসাবাদী।
এছাড়াও হিসবুল মু’আল্লিমীন বাংলাদেশ প্রতি ইংরেজী মাসের ১ তারিখ থেকে ৩০ দিন বা ৪০ দিনব্যাপী মু’আল্লিম/শিক্ষক প্রশিক্ষণের আয়োজন করে থাকে। মহিলাদের জন্য আয়োজন করে থাকে পৃথকভাবে মু’আল্লিমা/শিক্ষিকা প্রশিক্ষণ কোর্স।
ঠিকানা ও যোগাযোগ :
হিসবুল মু’আল্লিমীন ট্রেনিং সেন্টার, সাইনবোর্ড, ঢাকা। জামিয়া আশরাফিয়া মাদ্রাসার বিপিরীতে। মোবাইল : ০১৯৯৫৮৬৯৪০৫, ০১৯৮৫৮৬৯৪০৫
-এডব্লিউ