বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


আরও ১৬০ রুশ নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ইইউ’র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে রুশ হামলার প্রেক্ষিতে রাশিয়ার আরও ১৬০ নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তাদের মধ্যে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের জামাতা আলেকজান্দার ভিনোকুরভ রয়েছেন। খবর বিবিসি’র।

ব্রিটিশ গণমাধ্যমটির খবরে বলা হয়েছে, আলেকজান্দার ভিনোকুরভ ছাড়াও বিশ্বে সবচেয়ে বড় স্টিল পাইপ সরবরাহকারী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান দিমিত্রি পাম্পিয়াস্কাই রয়েছেন।

এ ছাড়া রাশিয়ার অ্যারোফ্লটের প্রধান নির্বাহী মিখাইল পলুবয়ইয়ারিনভের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। মূলত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমর্থকদের কথা মাথায় রেখে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

আর ইউক্রেনের দু’টি অঞ্চল দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীনতা দেওয়ার প্রশ্নে যারা পুতিনকে সমর্থন দিয়েছেন, রাশিয়ান ফেডারেশন কাউন্সিলের এমন ১৪৬ সদস্য ও সিনেট সদস্য এবং ১৪ জন ধনকুবেরের বিরুদ্ধে নতুন এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এ পর্যন্ত ৮৬২ রুশ নাগরিক ও ৫৩টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। এছাড়া বেলারুশের এক নাগরিকের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করেছে এ জোট।

-এএ


সম্পর্কিত খবর