আওয়ার ইসলাম ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার হামলার নিন্দা জানাতে ইসলামাবাদে পশ্চিমা দেশগুলোর ২২টি কূটনৈতিক মিশনের প্রধান জাতিসংঘে প্রস্তাব সমর্থন করার জন্য পাকিস্তানকে আহ্বান জানায়। এই চিঠির জবাবে রোববার (৬ মার্চ) পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বিষয়টির সমালোচনা করে বলেছেন, ‘তারা কি মনে করেন, আমরা তাদের দাস।
১ মার্চ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যদেশগুলোসহ ২২টি কূটনীতিক মিশন একটি যৌথ বিবৃতি দেয়। জাতিসংঘ সাধারণ পরিষদের বিশেষ অধিবেশনে একটি নিন্দা প্রস্তাবে পাকিস্তানকে সমর্থন দেওয়ার আহ্বান জানানো হয় এতে।
কূটনৈতিকদের এ ধরনের যৌথ বিবৃতি প্রকাশ বিরল ঘটনা।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সেই বিবৃতির কথা তুলে ধরে বলেন, আপনারা আমাদের কী ভাবেন? আমরা কি আপনাদের দাস যে আপনার যা করতে বলবেন, আমরা তাই করব।
ইমরান খান আরও বলেন, আমি ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের জিজ্ঞাসা করতে চাই, আপনারা কি ভারতেও এমন বিবৃতি দিতে পারবেন?
সূত্র: রয়টার্স, এনডিটিভি
এনটি