আন্তর্জাতিক ডেস্ক: চলমান ইউক্রেন সংকটে এবার রাশিয়া তাদের নাগরিকদের জন্য মেটা ইনকরপোরেটেডের প্ল্যাটফর্ম ফেসবুকের ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
শুক্রবার (৪ মার্চ) দেশটির যোগাযোগ নিয়ন্ত্রক জানিয়েছে, রাশিয়ান মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় এই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক নিষিদ্ধ করা হয়েছে।
রাশিয়ার রাষ্ট্রীয় যোগাযোগ নিয়ন্ত্রণকারী সংস্থা জানিয়েছে, ২০২০ সালের অক্টোবর থেকে ফেসবুকের মাধ্যমে রাশিয়ার মিডিয়ার বিরুদ্ধে ২৬টি বৈষম্যের ঘটনা ঘটেছে। যার মধ্যে সম্প্রতি দেশটির রাষ্ট্র-সমর্থিত চ্যানেল আরটি ও আরআইএ নিউজ এজেন্সির নিষেধাজ্ঞাও রয়েছে।
এর আগে গত সপ্তাহে রাশিয়া তাদের নাগরিকদের ফেসবুক ব্যবহার সীমিত করেছিল। রাশিয়ান মিডিয়াকে ‘সেন্সর’ করার অভিযোগ এনে গত শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) মস্কো জানায়, আংশিকভাবে মেটার ইনকরপোরেটেডের প্ল্যাটফর্ম ফেসবুকের ব্যবহার সীমিত করা হয়েছে।
-এএ