বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


লাইভ চলাকালে পদত্যাগ করলেন টেলিভিশন চ্যানেলের সব কর্মী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: লাইভ চলাকালে পদত্যাগ করেছেন রাশিয়ার একটি টেলিভিশন চ্যানেলের সব কর্মী। রাশিয়ান কর্তৃপক্ষ ইউক্রেন যুদ্ধের সংবাদ প্রচারের কারণে টিভি রেইন (ডজড) নামে টেলিভিশন চ্যানেলটির কার্যক্রম স্থগিত করার পর কর্মীরা এই সিদ্ধান্ত নেন বলে শুক্রবার বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে।

টিভি রেইনের কর্মীরা সর্বশেষ সম্প্রচারে পদত্যাগের সময় যুদ্ধের বিপক্ষে তাদের অবস্থানের ব্যাপারেও ঘোষণা দেয়।

চ্যানেলের অন্যতম প্রতিষ্ঠাতা নাটালিয়া সিন্দেয়েভা তার শেষ সম্প্রচারে ‘নো টু ওয়ার’ বলে ঘোষণ দেন। এ সময় কর্মীরা স্টুডিও থেকে একে একে ওয়ার্ক আউট করে চলে যেতে থাকে। চ্যানেলটি পরে একটি বিবৃতিতে জানায়, তারা ‘অনির্দিষ্টকালের জন্য’ কার্যক্রম স্থগিত করেছে।

কর্মীদের গণ পদত্যাগের একটি ভিডিওটি লিঙ্কডইনে শেয়ার করেছেন লেখক ড্যানিয়েল আব্রাহামস।

কর্মীদের নাটকীয়ভাবে প্রস্থানের পর চ্যানেলটি 'সোয়ান লেক' ব্যালে ভিডিও সম্প্রচার করে। ওই ভিডিও ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতন পর রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে দেখানো হয়েছিল। ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

এদিকে, ‘ভুয়া’ অর্থ প্রচারের জন্য রাশিয়া ১৫ বছরের কারাদণ্ডের বিধান রেখে নতুন আইন প্রণয়ন করছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর