বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


ইউক্রেনের সঙ্গে তৃতীয় দফা আলোচনায় বসবে রাশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইউক্রেনের সঙ্গে তৃতীয় দফায় আলোচনা বসবে রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজকে এক টেলিফোন বার্তায় এই তথ্য জানিয়েছেন।

সিএনএনের খবরে বলা হয়েছে, আগামী রোববার এই আলোচনা অনুষ্ঠিত হতে পারে।

রাশিয়ার সঙ্গে ইউক্রেনের প্রতিনিধি দলের দ্বিতীয় দফার বৈঠক বৃহস্পতিবার বেলারুশে অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেওয়া ইউক্রেনের একজন প্রতিনিধি বলেন, ইউক্রেন যে দাবিগুলো উত্থাপন করেছে রাশিয়া সেগুলো মেনে নেয়নি। তবে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে মানবিক করিডরের প্রস্তাবে উভয়ক্ষ সম্মতি দেন।

আলোচনা শেষে গণমাধ্যমে ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক বলেন, বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার অনুমতি দিতে সম্ভাব্য সাময়িক একটি অস্ত্রবিরতির ব্যাপারে সম্মত হয়েছে দুই পক্ষ। তিনি আরও বলেন, সব জায়গায় নয়, শুধু যেসব জায়গায় মানবিক করিডর আছে, সেগুলোতেই এ অস্ত্রবিরতি কার্যকর হবে। সাধারণ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়ার সময়টুকুতে অস্ত্রবিরতি কার্যকর রাখা সম্ভব হবে।

পরে এক টুইট বার্তায় ইউক্রেনের জ্যেষ্ঠ এই সরকারি কর্মকর্তা বলেন, দুর্ভাগ্যজনকভাবে ইউক্রেন যা চায় সেটা হয়নি। শুধুমাত্র মানবিক করিডরের বিষয়টি সমাধান হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ