বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


পশ্চিম তীরের জেনিন ক্যাম্পে দুই ফিলিস্তিনি তরুণের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের বর্বর হামলায় এক কিশোরসহ দুই ফিলিস্তিনি শহীদ হয়েছেন।

এসময় অপর একজন আহত হয়েছেন। এছাড়া, হানাদার সেনারা আট ফিলিস্তিনিকে ধরে দিয়ে গেছে।

ইরানের ইংরেজি স্যাটেলাইট চ্যানেল প্রেস টিভি জানিয়েছে, গতকাল দিবাগত রাত ১টা জেনিন শরণার্থী শিবিরে হামলা নৃশংস হামলা চালিয়ে হামাস নেতা জামাল আবু আল হাইজা ও তার ছেলে ইমাম আল দীনকে গ্রেফতার করে ইসরাইলি সেনারা।

এসময় ফিলিস্তিনিরা বিক্ষোভ শুরু করতে তাদের লক্ষ্য করে গুলি চালায় দখলদার বাহিনী। এতে ইসলামিক জিহাদ আন্দোলনের সদস্য আবদুল্লাহ আল হুসাইরি শাহাদতবরণ করেন। এসময় অপর দুই ফিলিস্তিনি আহত হন।

গুলিবিদ্ধ অবস্থায় তাদেরকে জেনিন হাসপাতালে নেওয়া হলে শাদি খালেদ নাজম নামে ১৯ বছর বয়সী এক ফিলিস্তিনি শ্রমিক মারা যান।

আজ শহীদ দুই ফিলিস্তিনির কফিন নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন। পরে তাদেরকে দাফন করা হয়। সূত্র: ইকনা

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ